অবশেষে মডারেটর সাহেব/সাহেবা গণের কৃপায় আমি আইজকে জেনারেল নোটিফিকেশন পাইছি। যাক, দুনিয়াতে এখনও মনে হয় ভাল মডারেটর আছে তাইলে। অন্যান্য ব্লগে যেইসব শুনি, তাতে তো ভাবছিলাম, এই জন্মে আর সামুতে ব্লগ লিখালিখি হবে না, হলিও তা কেউ প্রথম পাতায় পড়তি পারবে না। যাকগে, তা জেনারেল যখন হইয়ে গেছি, তাইলে তো মজা, এখন মজা কইরে ব্লগে লিখতি পারব।
ভাল কথা, এখনি মিষ্টি কি খাওয়ানো লাগবে? আপাততঃ যেহেতু আমি জেনারেল, সেই হিসাবে এইগুলো কেমন লাগে? এইসব কিন্তু প্র্যাকটিসির জন্যি, আবার সত্যি সত্যি কাউরে ঠুস কইরে দিয়েন না। আপনার বাসায় যদি পচাঁ টমেটো থাকে, তালি সেগুলো গুলি করে প্র্যাকটিস করতি পারেন। না থাকলি অন্য যা ভাল্লাগে সেই রকম জীবন ছাড়া কিছুতি কইরেন।
আমি যখন সেফ হব, আগেত্থেকেই বইলে দিচ্ছি, সবাই মিষ্টি খাওয়ায়, আমি আপনাগে জন্যি একটু অন্যরকম মেনু ঠিক কইরে রাখিছি। আপাততঃ আমার ব্লগ পড়তি থাকেন, আর কমেন্ট করতি থাকেন। আর দোয়া করেন যেন আমি সেফ লিস্টি চইলে আসতি পারি।
তো কেবল ইফতারি কইরে নামাজ পইড়ে উঠলাম, ভাল নিউজ পাইছি বইলে আর দেরি করিনি একটা পোস্ট দিতি, তো পরে আর একখান পোস্ট পরে দিবানি। আপাততঃ এই পর্যন্ত থাকুক। কি বলেন?
এই যে দেইখেন, পোস্ট ভাল না লাগলি না লাগতি পারে, পচাঁ টমেটো মাইরেন না। আমি নিরীহ মানুষ। ধইরে বাইন্ধে জেনারেল কইরে দিছে, এইটা আমার দোষ না, একবারে সেফ করলিই পারতো।