আমার চিরচেনা আকাশ কখনোবা
অচেনা মেঘের অন্ধকারে ঢেকে যায়
কখনোবা চিরচেনা এই নদী জল নক্ষত্র
ব্যর্থ প্রেমিকের মতো অচেনা হয়ে যায় প্রেমিকার কাছে।
আমার চিরচেনা ঘর বিছানা ছাদ
জানালার ওপাশে সজনে গাছে বসে থাকা চড়ুই পাখি
কিম্বা
নাক থেকে চোখের দুরত্বে বয়ে যাওয়া রাজপথ
বড়বেশী অচেনা হয়ে যায় নদীর মতন
যেমন নদী হয়ে যায় সাগরে মিশে গেলে।
সাগরে মিশে গেলে অচেনা হয়ে যায় নদী
দিগন্তে মিশে গেলে অচেনা হয় গোধূলী
রুপোলী চাদের আলো অচেনা হয়ে যায়
মিশে গেলে দিনের আলোয়
আর আমার ঘর আমার চিরচেনা পৃথিবী
বড্ড অচেনা হয়ে গেল
আমি মিশেছি তোমায়!