'One in One' বা 'All in One' ??? যদি পছন্দ করতে বলা হয় কোনটি বেছে নিবেন, নিশ্চয় বেশী সংখ্যকই 'All in One'এর পক্ষেই থাকবেন।
এমন কিছুই উপস্থাপন করবনা যা 'All in One' এর বিপক্ষে চলে যায়। প্রতিদিনই কতই না অজানা বিষয় নিয়ে নেটে Search দিতে হচ্ছে, একটি Search Engine রেজাল্ট পছন্দ হচ্ছে না তো অন্য Search Engine, বিরক্তিও বটে ! কিন্তু কাজ বলে কথা যতই অসাধ্য হোক সমাধা চাইই, ধরুন কাজটি যদি আরো সহজে এবং অল্প সময়ে করা যেত তাহলে তো বোনাসের উপর বোনাস, একদিকে কাজও হল অন্যদিকে সময়ও রক্ষা।
মাত্র একটি সার্চ ইঞ্জিন, কিন্তু একের ভিতরই রয়েছে ৮টি সার্চ ইঞ্জিনে ( Google, Yahoo, MSN, Gigablast, Exalead, Alexa, Accoona, Mojeek ) সার্চ করার সুবিধা, অর্থ্যাত একটি বিষয়ে সার্চ দিলে সহজেই ৮টি সার্চ ইঞ্জিনের রেজাল্ট এক সাথে পাচ্ছেন। এ সুবিধার জন্য আলাদা আলাদা করে ৮টি সার্চ ইঞ্জিন সাইটে যাবার প্রয়োজন নেই, এই একটি মাত্র সাইটেই সবগুলোর চাহিদা মেটানোই সম্ভব।
এতো গেল শুধু Web সার্চ এর কথা, শুধু Web'ই নয় Image, Vedio, News, Blog, Jobs সবই সার্চ করা যাবে এক সাথে একটি সাইটেই বিভিন্ন সার্চ ইঞ্জিনে।
আমি বাবা আর বলতে পারছিনে, আপনারাই না হয় একুট দেখে নিবেন, যদি পছন্দ হয়েই যায়, কার্পণ্য বোধ করবেন না কিন্তু জানাতে !