সৌদিআরব, রিয়াদ।
বর্ষ বিদায় উপলক্ষ্যে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দেখতে দেখতে কেটে গেল আর একটা বছর। নতুন বছর আসে আমাদের বাঙালিদের কাছে এক ঝুড়ি আনন্দ আর খুশির হওয়া নিয়ে। আমাদের ইচ্ছে করে বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরেও নতুন বছরের আনন্দ টুকুকে একসাথে ভাগ করে নিতে। বাঙ্গালির চেতনাকে এগিয়ে নিতে নতুন আর একটি বাংলা বছরকে স্বাগত জানাই সৌদি প্রবাসি বাঙ্গালিরা। প্রতি বছরের মত এবারো অনুষ্ঠিত হল বর্ষ বিদায় ও নতুন বছর আগমনের মিলন মেলা।
চাঁদপুর প্রবাসি শাহরস্তি ফোরামের উদ্বেগে বৈশাখী মেলা
চৈত্র সংক্রান্তি ও বর্ষ বিদায় উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে
নিহন ( বাংলা ভাষীর ) সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গির আলম হৃদয় , অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শারিফ হসসেন খান,হানিফ মুন্সি, সাংবাদিক আবুল বশির, হাবিবর রমান ,, মামুন রশিদ, লোকমান বিন নূর হাশেম,জাহির উদ্দিন মনির, মোহাম্মদ আল আমিন, ডাক্তার, ব্যবসায়ীক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও আরও নানা ধরনের পেশার অতিথিরা।
গান, কবিতা, নিত্য সহ নানা প্রতিযোগিতার আয়োজনে আনন্দে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান জুরে।
প্রতিযোগীদের মাঝে প্রুস্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩