নিচের লিংকের খবরটি পড়লাম।
Click This Link
খবরের সারমর্ম হচ্ছে, চারদশক পরে বাংলাদেশে ভারতীয় ফিল্ম প্রদর্শনের অনুমতি দেয়া হয়েছে।
দেশীয় চলচিত্র বাচাতে ৭২ সালে ইংরেজী ভাষা ব্যাতিত অন্য ভাষার মুভি, তথা ভারতীয় মুভি এ দেশে প্রদর্শন নিষিদ্ধ ছিল (শর্তসাপেক্ষে বিদেশী ভাষার মুভি প্রদর্শন বৈধ ছিল, কিন্তু উপমহাদেশের মুভি নিষিদ্ধ ছিল) মাঝে মধ্যে চলচিত্র উতসবের সময় হিন্দী চলচিত্র এদেশে প্রদর্শিত হয়েছে। কিন্তু বানিজ্যিক ভাবে নয়। এবার বানিজ্যিক ভাবে করা যাবে।
যার ফলে দেশীয় চলচিত্র মনে হয় ভ্যানিস হয়ে যাবে।
এদেশে হিন্দী চলচিত্রের প্রচুর প্রচুর দর্শক। দেশীয় চলচিত্রের মৃতপ্রায় দশা। তবু্ও ইদানিং কিছুসংখ্যক মেধাবী নির্মাতা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন চলচিত্র শিল্প নিয়ে। এখণ থেকে মনে হয় আর সেই স্বপ্ন দেখে লাভ নেই।
মেজাজ মর্জি অনেক খারাপ হল খবরটা পড়ে ।