দেশে আসার সময় নিয়ম করে আমি সামহোয়ার ইন ব্লগে ফ্লাডিং করি

একটু খুশি খুশি ভাব থাকে তো, বাচ্চা বাচ্চা ভাব চলে আসে, তাই দেশে আসছি তাতে কি ধরনের অনুভুতি হচ্ছে মনের ভেতরে সেই নিয়ে পোষ্ট করে দিই। জানি এইটা এক ধরনের ফ্লাডিং ই বটে! কিন্তু কিছু করার নেই, দিতেই হবে এটা

মনে পড়ে প্রথমবার যখন দেশে গিয়েছিলাম অনেকদিন দেশের বাইরে থাকার পর, মনে হয়েছিল জেল থেকে ফিরছি, তখন বাংলায় এত সুন্দর একটা ব্লগ নেটে পেয়ে একেবারে মুগ্ধ ছিলাম। দিনের অনেকটা সময় এখানে কাটত। তাই তখন দেশে আসার জেলমুক্তির অনুভুতি এখানে বলতে পেরে অনেক ভাল লেগেছিল।
তিন ঘন্টা পরে ফ্লাইট। আসছি। দেখা হবে।
সবাই ভাল থাকুন।