ওই গানবাজ গ্রুপটার সাথে আমাদের গ্রুপের বেশ খাতির হয়েছিল পরে। এমনিতে আমরা সুবোধ হলেও নিজেরা পরিমিত পর্যায়ের মজা করতাম ঠিকই। কলেজে আমাদের আড্ডা বিখ্যাত ছিল। আমাদের গ্রুপ বেশ বড় ছিল এবং তাতে মেয়েদের আধিক্য ছিল। তাই যখন গানবাজরা একটা প্রোগ্রাম করার চিন্তা করল তখন আমাদের পেছনে লাগল। আমাদের পেলে প্রোগ্রাম করা ইজি হয়ে যায়, মেয়ে পারফরমারদেরও অভাব হয় না। অনুষ্ঠানটি হয়েছিল। ছেলেগুলো গুনি ছিল। সাংস্কৃতিক পাচমিশালী ম্যাগাজিন টাইপ অনুষ্ঠান হল এবং সাথে ধূমধারাক্কা গান। অনেকদিনপর কলেজে প্রান ফিরিয়ে এনেছিল অনুষ্ঠানটি। আমাদের কলেজে এত মানুষের অংশগ্রহরে এত ভাল অনুষ্ঠান, এর আগে আর হয় নি। সবার মনে দাগ কেটে গিয়েছিল অনুষ্ঠানটি।
যা হোক লুটপাট গানটির সাথে এত কথা বলে ফেললাম। নষ্টালজিক হয়ে যাচ্ছি আজকে। এই গানটি মেয়েদের কমনরূমের পাশে ওই গানবাজদের মুখে যখন শুনেছিলাম, অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। তাদের প্রতি কৃতজ্গতা রইল।
লুটপাট হয়ে যাবে
চলতি পথে জাদুকর ভালবাসা
প্রেমিক ডাকাতের মত
তোমাকে ছিনিয়ে নেবে।
মৌসুমী বাতাসে
উড়ে যাবে ভালবাসা
হ্রদয়ের চোড়াপথে
তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে।
তুমি চৌচির হয়ে যাবে
চোখের ইশারায়
ছুড়ে দেব সুতীন্খ চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে
তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা
অন্তরে মাঠেঘাটে
তুমি সব বিকিয়ে দেবে
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে।
তর্জনি উচিয়ে জ্বেলে দেব
সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে
তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচন স্বপনে আততায়ী ভালবাসা
ভবঘুরে এই বুক
তোমাকে কাছে টেনে নেবে।
এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে
তুমি এই চোখে তাকিয়ো না
চৌচির হয়ে যাবে।
এই চোখে তাকিয়ো না।
লুটপাট হয়ে যাবে
চৌচির হয়ে যাবে
আজকে আমিন ভাই এর একটি জেমস বিদ্বেশী পোষ্ট পড়ে এই গানের কথা আরেকবার মনে পড়ে গেল, সাথে সেইসব স্মৃতি। এজন্য আমিনভাইকে ধন্যবাদ।