বাসার সব সিম আমার নামে রিরেজিস্ট্রেশন কইরা অবশেষে সফলভাবে বায়োমেট্রিক পাশ করলাম। রবি , গ্রামীন সিম না হয় কেনার সময় কাগজপত্র কিছু চায়ও নাই দি ও নাই। এগুলার বুজলাম রিরেজিস্ট্রেশনের দরকার আসে। টেলিটক বর্ণমালা , আগামী সিম দুইটা নেয়ার সময় ছবি, NID কার্ড, SSC সার্টিফিকেট সবই নিসে। ফরমে আঙুলের ছাপ নিসে। আজকে টেলিটকে কাস্টমার কেয়ারে ফোন করলাম জিজ্ঞেস করলাম সিম রিরেজিস্ট্রেশনের দরকার আসে কিনা । বলল, জী স্যার অবশ্যই দু কপি ছবি, NID কার্ড, আর আপনার আঙুলগুলো লইয়া চলে আসুন আমাদের কাস্টমার কেয়ারে।
তো আগে যে ছবি দিলাম, NID কার্ডের কপি দিলাম আরো ডকুমেন্ট জমা দিলাম সেগুলা কেন নিসিলেন? ফাইজলামিরও একটা সীমা আসে কিন্তু এদের ফাইজলামির কোন সীমা নাই। মগের মুল্লুক! দুই দিন পরপর কাজ কাম ফেলে রাইখা লাইন ধর সিম রেজিস্ট্রেশন করার জন্য। তাতেও শান্তি নাই। অনেকের নাকি আঙুলের ছাপ মিলে না ।
সুতরাং এখন সঠিক আঙুল ওয়ালাদের খুঁজে বের কর। যদি NID ডাটাবেইজেই ভুল আঙুলের ছাপ থাকে তাও আবার প্রায় দেড়কোটি তাইলে এসব করে লাভটা কি? কয়দিনপরই আবার শুনবেন সিম রিরিরেজিস্ট্রেশন করুন। এবার দেশসুদ্ধ মানুষের রেটিনা স্ক্যান করা হবে কারণ আঙুলের ছাপেও পুরোপুরি পরিচয় নিশ্চিত হচ্ছে না।
এভাবে প্যারা চলতেই থাকবে..............
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭