আজকের আধুনিক জীবনে একটা স্মার্টফোনের জনপ্রিয়তাকে এখন আর অস্বীকার করার উপায় নেই। যদিও কিছুদিন আগে পর্যন্ত এ ডিভাইসটিকে একটি বিলাসিতা হিসেবেই গণ্য করা হতো। অথচ একটু খেয়াল করে দেখুন, কয়েকদিনেই আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এ ডিভাইসটি এতটা জড়িয়ে গেছে যে এটা ছাড়া আর একটি দিন পার করাও আপনার জন্য কতটা কষ্টকর। স্মার্টফোন ব্র্যান্ডগুলোও এটাকে আরও উন্নত এবং জীবন-ঘনিষ্ট সেবা প্রদানের জন্য নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের বাজারে এসেছে OPPO F1, যা মূলত বাজারে সেল্ফি এক্সপার্ট বলে পরিচিত। তবে, চলুন জেনে নেই এ ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত কিছু তথ্য:
বিশ্ববাজারে ২০১৬ সালের জানুয়ারী মাসে রিলিজ করা এ ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে উন্নত ক্যামেরা প্রযুক্তি আর নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স। ফোনটির প্রাইমারী ক্যামেরা ১৩ মেগাপিক্সেল আর সেল্ফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ৮ মেগাপিক্সেল। শুধু তাই নয়, এর সঙ্গে যুক্ত হওয়া নানা ধরণের উন্নত প্রযুক্তি এটিকে অন্যান্য মডেল থেকে অনেকটা আধুনিক ডিভাইস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ গুলোর মধ্যে f/2.0 এ্যপারচার, Beautify 3.0 ফিচার, ডুয়েল এলইডি ফ্ল্যাশ অন্যতম। অক্টা-কোর প্রসেসর দ্বারা পরিচালিত এ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ জিবি র্যাম। ইন্টারনাল মেমোরি রয়েছে ১৬ জিবি, যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া সম্ভব। আর ৫ ইঞ্চি ডিসপ্লে এই ফোনটি পরিচালিত হচ্ছে Android OS, v5.1 (Lollipop) অপারেটিং সিস্টেম দ্বারা। বাজারে এই ফোনের দাম প্রায় ২২ হাজার টাকার মত। এ দামের মধ্যে এত ভাল কনফিগারেশনের হ্যান্ডসেট পাওয়া বেশ দুষ্কর। এ ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে এ ফোনের ব্র্যান্ড পেইজটি ভিজিট করতে পারেন।
অপেক্ষাকৃত কম দামে ভালো ফোনের ক্ষেত্রে OPPO ব্র্যান্ডটি আমাদের দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এ ব্র্যান্ডের অন্যান্য ফোন সম্পর্কে জানতে OPPO updated price list লিংকটি ভিজিট করতে পারেন। আশা করি পোষ্টটি আপনাদের সকলের ভালো লাগবে। কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮