somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবির কিছু অদ্ভুত, বিস্ময়কর ফ্যাক্টস !!

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১) আপনার মতো চেহারার প্রায় ৬ জন মানুষ রয়েছে পৃথিবীতে এবং আপনার পুরো জীবনে প্রায় ৯% সম্ভাবনা রয়েছে আপনার চেহারার কারো সাথে দেখা হওয়ার।

২) আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।

৩) বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।

৪) একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।

৫) মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ। ৬) ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।

৭) অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

৮) পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

৯) আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।

১০) যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

১১) ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

১২) মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।

১৩) আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।

১৪) আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

১৫) মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন।

১৬) ফরাসী মাদার ডিলা ব্রেসের মতো খেয়ালী মহিলা খুব কমই আছে পৃথিবীতে। তিনি তার সমস্ত সম্পত্তি যেভাবে উইল করে গেছেন, আজও তেমনটি পারেনি কেউ। ডিলা ব্রেস তাঁর সম্পত্তি উইল করে যান কল্পিত তুষার মানবদের জামা-কাপড় কিনতে।

১৭) ইংল্যান্ডে সানডে ডেসাটঁ নামে এক লোক নিজের নামের সঙ্গে মিল রেখে তার ছয় সন্তানের নাম রাখেন মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে।

১৮) মানুষের কিডনি ১০ লাখেরও বেশি খুদে নালি দিয়ে তৈরী। দুই কিডনির নালিগুলো জোড়া দিয়ে লম্বা করলে তা লম্বায় হবে ৪০ মাইল।

১৯) সৌদি আরবের আয়তন ২,১৪৯,৬৯০ কিলোমিটার হলেও আশ্চর্যের ব্যাপার দেশটিতে কোনো নদী নেই।

২০) পৃথিবীর সবচেয়ে ছোট স্কুলটি স্কটল্যান্ডের সোয়ে আইল্যান্ডে। ওই স্কুলে সাকুল্যে ছাত্রসংখ্যা মাত্র একজন।

২১) সুইজ্যারল্যান্ড একমাত্র দেশ যেখানে কোনদিন যুদ্ধ হয়নি। অথচ এ দেশে চার লাখ সেনার একটি বাহিনী আছে।

২২) অনেকের গোসলে তীব্র অনীহা, তবে তাদের কারও পক্ষেই লন্ডনের জেন লিউসনের রেকর্ড ভাঙ্গা সম্ভব নয়। ১৭০০ সালে জন্ম নেওয়া সেই ভদ্রমহিলা বেঁচে ছিলেন ১১৬ বছর। সর্দি লাগার ভয়ে জ্ঞান হওয়া অবস্থায় জীবনেও গোসল করেননি তিনি।

২৩) অনেক সময় আমাদের গলায় টনসিল হয় এবং টনসিল অপসারনও করা হয়। যদি এটাকে ফেলে দেয়া হয়, তাহলে বলের মতই বাউন্স করবে।

২৪) কচ্ছপ তার পশ্চাৎদ্বেশ দিয়ে শ্বাস নিতে পারে।

২৫) উত্তর মেরুতে পেঙ্গুঈন নাই।

২৬) আলবেনিয়া”তে উপর-নিচ মাথা নাড়ানো মানে “না” এবং ডানে-বামে মাথা নাড়ানো মানে “হ্যা”।

২৭) থিবীর ২% এরও কম লোক তাদের কনুই-এ জিহ্বা ছোঁয়াতে সক্ষম। (চেস্টা করে দেখেন, পারেন কি-না?

২৮) তাসের রাজাদের মধ্যে শুধু হরতনের রাজারই গোঁফ নাই।

২৯) নিউইয়র্কে প্রায় ৯০% ট্যাক্সিচালকই অভিবাসী।

৩০) প্রথম অস্কার জয়ী এনিমেটেড চরিত্র – মিকি মাউস।

৩১। পৃথিবী হল একমাত্র গ্রহ, যেখানে পানির তিনটি অবস্থাই (কঠিন, তরল, গ্যাস) পাওয়া যায়।

৩২) পৃথিবীর সর্বপ্রাচীন গাছ এর বয়স প্রায় ৪৬০০ বছর। এটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।

৩৩) রজাপতি তার পা দিয়ে স্বাদ গ্রহন করে।

৩৪) উড়ার জন্য ১টা প্রজাপতির দেহের তাপমাত্রা কমপক্ষে ৮৬ ডিগ্রি ফারেনহাইট (৩০ ডিগ্রি সেলসিয়াস) হতে হয়।

৩৫) নাকের ২টা ছিদ্রই যদি বন্ধ থাকে, তাহলে আপনি হাই তুলতে পারবেন না।

৩৬) হার্টের চাপকে কাজে লাগিয়ে রক্তকে নিক্ষেপ করা হলে তা ৯ মিটার(২৭ ফুট) দূরত্ব অতিক্রম করবে।

৩৭) “Anatidaephobia” হল একটি রোগ যার রোগী মনে করে, পৃথিবীর কোথাও ১টা হাঁস আমাকে দেখছে।

৩৮) “Four (4)” হল একমাত্র সংখ্যা যার “অক্ষর সংখ্যা” এবং “মান” সমান।

৩৯) মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি ।

৪০) দীর্ঘশব্দভীতি এর ইংরেজি – “Hippopotomonstrosesquippedaliophobia”.

৪১) জেলীফিশ সূর্যের তাপে বাস্পীভূত হয়ে যায়। এর দেহের ৯৮% পানি।

৪২) পৃথিবীর মানুষের মোট ওজোন, পৃথিবীর পিপড়ার মোট ওজোনের সমান।

৪৩) জিরাফ, উটের চেয়ে বেশিদিন পানি ছাড়া বাঁচতে পারে।

৪৪) মার্কিন যুক্তরাষ্ট্রের ২য় এবং ৩য় প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস এবং থমাস জেফারসন। তারা উভয়েই ৪ঠা জুলাই ১৮২৬ সালে মারা যান। তাদের মৃত্যুর সময়ের ব্যাবধান ছিল মাত্র কয়েক ঘন্টা।

৪৫) ইন্ডিয়া পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ।

৪৬) গড়ে মানুষের মাথায় ৮৫ হাজার থেকে দেড় লক্ষ চুল থাকে।

৪৭) ঠান্ডা আবহাওয়া নখ দ্রুত বৃদ্ধিতে সহায়ক।

৪৮) “মোহাম্মাদ” হল পৃথিবীর সবচেয়ে কমন নাম, যা মানুষ জন্মসূত্রে পেয়ে থাকে।

৪৯) একজন মানুষের ঘুমিয়ে পড়তে গড়ে ৭ মিনিট লাগে।

৫০) প্রতি ২ মিলিওন মানুষের মাঝে ১ জন মানুষ বিছানা থেকে পড়ে মারা যায়।

৫১) লিওনার্দো দা ভিঞ্চি এর ‘মোনালিসা’ এর কোনো ভ্রু নেই।

৫২) বাজারে পাওয়া যাওয়া বারবি পুতুলের পুরো নাম হলো বারবারা মিলিসেন্ট রবার্টস।

৫৩) পিঁপড়েরা কখনো ঘুমায় না।

৫৪) জন্মের পর থেকে আমাদের চোখের আকার সমান থাকে কিন্তু নাক কান বড় হয়।

৫৫) চাঁদ যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন সামান্য হ্রাস পায়।

৫৬) আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা তার স্ত্রীকে ফোন করেননি। কেননা তারা দুজনেই বধির ছিলেন।

৫৭) একটি উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।

৫৮) শিশুরা হাঁটুর বাটি আকৃতির হাড় যেটাকে মালাইচাকি বলে সেটি নিয়ে জন্মায় না।

৫৯) ইংলিশ হ্যাপি বার্থডে গানটির লেখাস্বত্ব রয়েছে।

৬০) চোখ খলা রেখে নাক ডাকা সম্ভব না।

৬১) হাতি একমাত্র প্রাণী যে কিনা বেচারা লাফাতে পারে না।

৬২) পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার এর মাঝে। যুদ্ধ শুরুর ৩৮ মিনিট এর মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে নেয়।

৬৩) শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।

৬৪) মরুভুমির উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।

৬৫) নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।

৬৬) পাকস্থলীকে প্রতি দুই সপ্তাহের মাঝে নতুন শ্লেষ্মার আবরন তৈরি করতে হয়। নাহলে তা নিজে নিজেকে হজম করে ফেলতো।

৬৭) হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।

৬৮) অস্কার পুরস্কার যে ধাতুর তৈরি তা দুর্লভ হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্লাস্টারের অস্কার পুরস্কার দেয়া হতো।

৬৯) কুকুর আর বিড়ালও মানুষের মত ডানহাতি কিংবা বাহাতি হয়ে থাকে।

৭০) মারামারি দৃশ্য ধারণের সময় ব্রুস লি এর হাত পায়ের চালনা এতটাই দ্রুত ছিল যে, ছবি নির্মাতাদের সেই দৃশ্য ধীর গতিতে রূপান্তর করা লাগতো।

৭১) বাদুড় গুহা থেকে বের হবার সময় বাম দিকে মোড় নেয়।

৭২) শুক্র একমাত্র গ্রহ যেটা ঘড়ির কাটার দিকে ঘোরে।

৭৩) মধু একমাত্র খাবার যা কখনো নষ্ট হয় না।

৭৪) ভুমিকম্প হবার সময়কালে সেখানে মথ উড়তে পারে না।

৭৫) আঙুলের ছাপের মতন প্রত্তেক মানুষের জিহবার ছাপও ভিন্ন হয়।

৭৬) ঝামা পাথর হল একমাত্র পাথর যা অনেক সময় পানির উপর ভাসে।

৭৭) প্রাকৃতিক মুক্তা ভিনেগারের মাঝে গলে যায়।

৭৮) মানব মস্তিষ্কের ৮০ ভাগই হল পানি।

৭৯) মানুষের হাতের নখ পায়ের নখের তুলনায় ৪ গুন দ্রুত বাড়ে।

৮০) ১১১,১১১,১১১ X ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১

৮১) সিগারেটের লাইটার, ম্যাচ আবিষ্কারের পূর্বে আবিষ্কৃত হয়েছিল।

৮২) হাতের তালু আর পায়ের পাতায় কখনো লোম জন্মায় না।

৮৩) ডলফিন একই সময়ে ঘুমাতে আর সাতার কাটতে পারে।

৮৪) তাইওয়ানের একটি কোম্পানি গমের তৈরি থালা (প্লেট) তৈরি করে থাকে!! খাওয়া শেষে আপনি খুব সহজেই সেই প্লেটটিও খেয়ে ফেলতে পারেন!!

৮৫) উটের দুধ দিয়ে দই হয় না !!

৮৬) “I am.” হলো ইংরেজি ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম বাক্য !!

৮৭) ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা !!

৮৮) ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায় !!

৮৯) অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে !!

৯০) ৩০ বছরের পর থেকে মানুষের উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে!! তবে সেই প্রক্রিয়া খুবই ধীর গতির !!

৯১) ডান হাতি মানুষ, বাম হাতি মানুষের চেয়ে গরে ৯ বছর বেশি বাঁচে !!

৯২) বাচ্চাদের খেলার সাথী বারবি ডল (Barbie Doll) যদি একটি সত্যিকারের রমণী হতো তবে তার মেজরমেন্ট হতো ৩৯-২৩-২৩, এবং তার উচ্চতা হতো ৭ ফুট ২ ইঞ্চি !!

৯৩) একটা হাতি ৩ মাইল দূর থেকে পানির গন্ধ পায়!!

৯৪) পেঙ্গুইন মাটি/বরফ থেকে ৬ ফিট পর্যন্ত লাফিয়ে উঠতে পারে!!

৯৫) বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে, এরা হাঁটতে পারে না!!

৯৬) মশারা নীল রঙের প্রতি দুর্বল!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে!!

৯৭) একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না!!

৯৮) শ্বেত ভালুক কোনোরকম বিশ্রাম না নিয়ে একটানা ৬০ মাইল পর্যন্ত সাতার কাটতে পারে!!

৯৯) বিশ্বে যে পরিমাণ অপরাধী ধরা পড়ে তার ৮০% ই হলো পুরুষ !! (মেয়েরা তাহলে চালাক অপরাধী!! হুমমমম!!)

১০০) একজন নরমাল মানুষ এক বছরে ১৪৬০টিরও বেশি স্বপ্ন দেখেন !!


- (সংগৃহীত)
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

লিখেছেন শাহ আজিজ, ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১০





যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

আমির হোসেন আমুকে দেখা একদিন....

২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন

=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২



বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

×