বলেছি তোমার স্তনের গন্ধ
ওমলেটের মতো খেতে
ছিঁড়ে ছিঁড়ে পুরে রাখি মুখের ভেতরে
বৃন্ত ঘিরে ধরার স্মৃতি
রোদের মাঝেও যারা বাগানচেয়ার পেতে
টিপয় রেখেছে কাচের পিরিচে আর
সহ্যসীমার বাইরে গিয়ে বলছে আপোশ
তারাও চেয়ে রইলো বিপন্ন সমাধানে
নিয়েছি তোমার ঊরুর রোদঘেঁষা
বাদামদুধের মতো ঢেলেছি
চলকে পড়ে গেলাসের চুঁইয়ে নামা
আমার ঠোঁটের কষে জ্বালামুখ
আরও কিছু লাইন লিখে ফেলতে পারি
পরবর্তী কয়েকটা কবিতায় যদি তোমার
ওমলেটগন্ধী স্তনে কাগজ মেলতে দাও
সুপারিশ ক্রমে উঁচু মইয়ের নীচে বসে