১) বাংলাদেশের সব নতুন নোটে কোন একই ব্যক্তির একই ছবি আপনাকে কনফিউজ করে ?
২) বাংলাদেশের নতুন মুদ্রায় কার মুখ?
৩) সব সরকারী ও আধা-সরকারী অফিসে কোন পুরুষটির একই মাপের একই ছবি রাখা বাধ্যতামূলক, ঘরে বেমানান দেখালেও; না রাখলে অফিস-প্রধানের চাকরী থাকবে না?
৪) বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামটি এখন কার নামে?
৫) বাংলাদেশের সর্বোচ্চ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান এখন কার নামে?
৬) বাংলাদেশের সবচেয়ে বড় কনভেনশন সেন্টার এখন কার নামে?
৭) বাংলাদেশের একমাত্র নভোথিয়েটারটি এখন কার নামে?
৮) বাংলাদেশের সবচেয়ে বড় সেতুটি এখন কার নামে?
৯) বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর কার নামে করার প্রস্তাব ঝুলে আছে?
১০) বাংলাদেশের প্রথম উপগ্রহ কার নামে উৎক্ষেপনের কাজ চলছে?
আপনি ১০ এ ১০ পেয়েছেন। এবার আগের একটা পোস্ট পড়তে পারেন।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২৬