বিভিন্ন সময় বিভিন্ন কাজের প্রয়োজনীয়তায় বিভিন্ন প্রকার ফরমের প্রয়োজন হয়, যেমন-
১. পাসেপোর্টের জন্য আবেদন পত্র
২. ভিসার জন্য আবেদন পত্র
৩. অবসরভাতা/পেনশন ফরম
৪. ইন্টারনেট সংযোগ (বিটিটিবি)
৫. জন্ম নিবন্ধনকরণ
৬. আয়কর রিটার্ণ
৭. ড্রাইভিং লাইসেন্স ইত্যাদিসহ প্রায় সকল সরকারী, আধা সরকারী কাজে এবং নাগরিক সুযোগ সুবিধার ফরম আপনি সরকারের ফরম.গভ.বিডি ওয়েব সাইটটিতে পাবেন। আরও একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে, এখানে প্রত্যেকটি ফরম প্রিভিউ দেখার সুবিধা আছে। একটি বিষয় খেয়াল রাখবেন ফরমগুলোর উপরের দিকে এগুলো ডাউনলোডের বিভিন্ন অপশন দেয়া আছে। যেমন, পিডিএফ চাইলে এর বিভিন্ন ধরন এবং ওয়ার্ড চাইলে এর বিভিন্ন বিভিন্ন ধরন। তাই একটু খেয়াল করে ডাউনলোড করুন, আপনারই সুবিধা হবে।
* যারা বিষয়টি জানেন তাদের কে জানার জন্য ধন্যবাদ, আর যারা জানেন না তাদের পড়ার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫০