গতকাল আইনস্টাইনের জন্মদিন গেছে, আজ সেটা এক জায়গায় দেখলাম৷ মনে হলো কিছু প্যাঁচাল পারি৷
জার্মানী এটম বোমা বানায় ফেলতে পারে এইরকম একটা মিথ বা ভয় কিছু বিজ্ঞানীর ছিলো৷ জার্মানী এটম বোমা বানায় ফেললে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে এবং আমেরিকার কেনো এটম বোমা বানানোর চেষ্টা করা দরকার সেইটা জানিয়ে ১৯৩৯ সালে আইনস্টাইন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে চিঠি দেন৷ সেই চিঠি পড়ে রুজভেল্ট এটম বোম প্রজেক্ট শুরু করার নির্দেশ দেন, যেটা প্রজেক্ট ম্যানহাটান নামে পরিচিত৷ পাঁচ বছর ধরে সর্বোচ্চ গোপনীয়তায় চলা সেই প্রজেক্টে আমেরিকায় জড়ো হওয়া তাবৎ সেরা বিজ্ঞানীরা কাজ করলেও আইনস্টাইন কখনও সেই প্রজেক্ট দেখতে যাননি৷
১৯৪৫ সালে সেই আইনস্টাইনই আবার এটম বোমা ব্যবহার না করার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট রুজভেল্টকে চিঠি দেন৷ রুজভেল্টের আকস্ম্যিক মৃত্যুতে সেই চিঠি গিয়ে পড়ে ভাইস প্রেসিডেন্ট থেকে সদ্য প্রেসিডেন্ট হওয়া ট্রুম্যানের হাতে, যিনি চিঠিটা খোলার প্রয়োজন মনে করেননি৷ ফলাফল, বুম এবং ...
আলবার্ট আইনস্টাইনের বাবার ডিসি কারেন্টের যন্ত্র তৈরির ব্যবসা ছিলো৷ নিকোলা টেসলা এবং জর্জ ওয়েস্টিংহাউজের প্রচেষ্টায় ডিসি কারেন্টের বদলে এসি কারেন্ট বহুল প্রচলিত হওয়ায় আইনস্টাইনের বাবার ব্যবসা ফেল করে এবং ১৮৯৪ সালে তারা জার্মানী থেকে ইটালী চলে যান৷ আইনস্টাইনের বয়স তখন ১৫৷ এইটার সাথে অবশ্য আইনস্টাইনের কোন সম্পর্ক নাই, বিষয়টা আমার মজা লাগে বলে বললাম৷
সব জায়গায় আইনস্টাইন একই পোষাক পড়ে যেতেন বলে আইনস্টাইনের স্ত্রী গজ গজ করতেন৷ একবার অপরিচিত এক জায়গায় যাওয়ার সময় ভালো পোষাক পড়ার জন্য বললে আইনস্টাইন বললেন, ওখানে তো আমাকে কেউ চেনে না৷ শুধু শুধু ভালো পোষাক পরে হবেটা কি? কে দেখবে?
আরেকবার অন্য এক অনুষ্ঠানে ভালো পোষাক পড়ে যেতে বললে আইনস্টাইন বললেন, ওখানে তো আমাকে সবাই চেনে৷ জানে আমি কে৷ শুধু শুধু আমাকে ভালো পোষাক পরতে হবে কেন?
সতর্কীকরণঃ শেষেরটার মত বহু ঘটনা আইনস্টাইনের নামে শোনা যায়৷ সত্যি না হওয়ার সম্ভাবনাই বেশী৷
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৫