অনেকদিন ধইরা ভুংভাং পোস্ট দিয়া আপনাদের জ্বালাইছি! ....অনেক অপেক্ষার পরে ..... অবশেষে আসিলো ব্যাপক প্রত্যাশিত, আলুচিত, ব্লগার সমাদৃত ও টেকিগণ কর্তৃক অনুমোদিত (আনঅথোরাইজড

তো ঘুইরাই আসেন আমাগো মানে আম্-বলগারদের সাইটে - আর এখনই রেজি: কইরালান আপনার পছন্দের নামখানা!
backup.muktoid.com
সাইট টা কেমুন হৈছে জানাইতে ভুলবেননা! আর লিংকুটা যাতে ভুলে না যান....বুকমার্ক করে রাখুন এখুনি!

কেনু য়েই সাইট?

নানাবিধ দুর্যোগে ব্লগ হইতে আপনার মূল্যবান পোস্টগুলোর বিলুপ্তি ঘটিয়া থাকে। এইসব দুর্যোগকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় - (১) প্রাকৃতিক ও (২) মানবসৃষ্ট




* সৌন্দর্য্য ওয়ালা একডা প্রুফাইল

* খুব সহজেই ব্যাকাপ, শুধু পোস্টের লিংক লিখে এন্টার মারলেই কেল্লা ফতে! পরে আবার আপডেট করতে চাইলে একই পোস্টের লিংকু লিখে এন্টার মারলে আবার আপডেট হয়ে যাবে নতুন খমেন্টসমূহ

* ব্যাকাপ নেবার পর অন্যের সাথে শেয়ার করুন একটি সুন্দর লিংক দিয়ে

* ব্যাকাপ নেবার পর যদি কোন কারণে ভুলবশত: সামু (প্রাথমিকভাবে আমরা সামুর জন্যই এই ফিচারটি চালু করেছি) থেকে পোস্ট গায়েব) হয়, আপনার ব্যাকাপের পোস্ট থাকবে সুরক্ষিত!

* প্রুফাইল প্রাইভেসী সমূহ
* এডসেন্স: দেখি কত কামাইতে পারেন প্রোফাইলে এড দিয়া!

* কপিরাইট: অন্য কেউ আপনার পোস্টের ব্যাকাপ নিয়ে রেখেছে?

বাকি সব সত্ত্ব লেখকের/সামুর নীতিমালা অনুযায়ী অপরিবর্তিত থাকবে।
ভবিষ্যতে আমরা নিজেদের মত করে সাজিয়ে নেব সাইটটিকে - যা যা দরকার আমাদের সবকিছু দিয়ে

কাজেই.......সব্বাইকে উয়েলখাম.......... আপনার ব্লগের ব্যাকাপের নতুন সাইটটিতে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://backup.muktoid.com
বুকমার্ক করে নিন এখুনি!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কিছু ডেমন্স্ট্রেশন:
এটা আমার প্রোফাইলের লিংকু: http://backup.muktoid.com/blog/ROBOTICS
এটা ব্যাকাপ নেওয়া একটা পোস্টের লিংকু: Click This Link






