গত ১২ জুলাই শুক্রবার মারা গেলেন অডিও টেকনলজির যুগান্তকারী ব্যক্তিত্ব অমর গোপাল বোস। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর পুত্র বেণু বোস নিউইয়র্ক টাইমসকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯২৯ সালের ২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক ভারতীয় পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন অমর বোস। মাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন তিনি। ওই প্রতিষ্ঠান থেকেই ডক্টরেট ডিগ্রিও লাভ করেন। এমআইটিতে বছর দুয়েক শিক্ষকতা করার পর ১৯৬৪ সালে তৈরি করেছিলেন নিজের সংস্থা বোস কর্পোরেশন।
বোস কর্পোরেশনে তৈরি এলিগ্যান্ট ওয়েভ সিস্টেম রেডিও, কুশন দেওয়া হেডফোন, হোম থিয়েটারের যন্ত্রাংশ ও কম্পিউটারের স্পিকার সারা বিশ্বের গেজেট প্রেমিদের কাছে জনপ্রিয়।
২০১১ সালে নিজের সংস্থার সিংহভাগ শেয়ার এমআইটিকে দিয়ে দেন অমর বোস। তাঁর ডিভিডেন্টের টাকাই এমআইটির বহু গবেষণা ও ডিগ্রির খরচ যোগায়। এমআইটির তরফে জানানো হয়েছে বোস কর্পোরেশনে অমর বোসের নাম চিরকাল থাকবে।
খবর সূত্রঃ www.sciencetech24.com