টানা বৃষ্টি আর উজান থেকে আসা পানির ঢলে উত্তরের জেলা ঠাকুরগাঁও সহ অন্যান্য পার্শ্ববর্তী জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত রবিবার রাতে হঠাৎ করে টাংগন নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়ে, পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তলিয়ে গেছে শত শত ঘর-বাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। পানি বৃদ্ধির কারণে ঠাকুরগাঁও জেলার কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভারতের আসাম ও মেঘালয়ে প্রচুর বৃষ্টি হওয়াই পানি বৃদ্ধির কারণ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ছবিঃ ঠাকুরগাঁও জেলার বন্যা পরিস্থিতি
এদিকে সোমবার দুপুরে ঠাকুরগাঁয়ের টাংগন নদীতে ডুবে মারা গেছে এক শিশু। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ক্ষতিগ্রস্ত লোকজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে ঠাকুরগাঁওয়ে টাঙ্গন ব্যারেজের স্লুইস গেট বন্ধ থাকায় ওই এলাকায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আরো চার গ্রামের দুই সহস্রাধিক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। ভেঙ্গে গেছে অন্তত দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি। ওইসব এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বাড়িঘরে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছে বন্যাকবলিত জনগণ। ঘরের ভেতরে থাকা ধান, গম, চাল নষ্ট হয়ে গেছে। এছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। গবাদি পশু নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পানিবন্দী মানুষ।
ছবিঃ ঠাকুরগাঁও-এর টাঙ্গন ব্যারেজে
বৃষ্টি আর পাহাড়ি ঢলে ঠাকুরগাঁওয়ের নদ-নদীর পানি এখনো বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দুইদিন পেরিয়ে গেলেও সরকারি বা বেসরকারিভাবে কোন সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা।
এদিকে গতকাল ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্ত্যবায়ন ঐক্য পরিষদ’ এর ঢাকাস্থ শাখার সদস্যগণ বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য একটি জরুরী সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার নূর উস সাদিক। ঠাকুরগাঁও-এ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের চিকিৎসা, খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সাময়িক প্রয়োজন মিটাতে একটি ফান্ড গঠন করা হয়েছে। সভায় ঠাকুরগাঁওয়ের বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে দেশবাসীর কাছে অর্থসাহায্য কামনা করা হয়েছে।
আজ ঠাকুরগাঁও-এ অবস্থানরত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্ত্যবায়ন ঐক্য পরিষদ’ -এর সদস্যগণ ঠাকুরগাঁও-এর বড় মাঠের টাউন ক্লাবে বিকেল ৫:০০ টায় মিলিত হবেন। সেখানে তারা বন্যা পরবর্তী পরিস্থিতি সামাল দেয়ার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবেন বলে খবর পাওয়া গেছে।
*সাহায্য পাঠানোর জন্য Bkash করুন ০১৭২২৭০৯৬২৬ নম্বরে
খবর সূত্রঃ www.sciencetech24.com