অনেক দিনের সখ একটা DSLR ক্যামেরা কিনিব।
এক বন্ধু আমেরিকা থেকে আসিতেছে, তার মাধ্যমে ক্যামেরা আনাইতে চাই।
যারা DSLR ক্যমেরার ব্যপারে অভিজ্ঞ তারা দয়া করে নিন্মের বিষয়ের উপর ভিত্তি করে আমাকে পরামর্শ দিন।
১. বাজেট ৫০-৬৫ হাজার টাকা।
২. ব্রান্ড "ক্যানন"। এই ব্রান্ডের মাঝে কোন কোন মডেল আমার জন্য ভাল হইবে। একটু পরামর্শ দিন।
শুধু ক্যমেরা কিনিলেই কি চলবে? নাকি আলাদা করে লেন্স কিনিতে হইবে? বজারে ছোট বড় মাঝারী হরেক রকম লেন্স পাওয়া যায়, কোনটা আমার জন্য ভাল হইবে? আমার মত শখের বসে যারা ব্যহার করিতে চায়।
নাকি সাথে পাওয়া মাগনা লেন্সেই আমার কাজ চলিবে?
৩. ল্যান্স কিনিতে গেলে কি কি বিষয়ের উপর নজর দিতে হবে? অথ্যাৎ লেন্সের মাপ কি হইবে?
৪. ঢাকার বাজারে কোন লেন্সের দাম কেমন হইবে?
৫. রাতে ছবি তোলার জন্য একটা ফ্লাস কিনিতে হইবে না? নাকি ফ্লাস ক্যামেরার সাথে বিনামূল্যের পাইব? (সাথের মাগনা ফ্লাস খানা তেমন ভাল হয় না, তাই একটা আলাদা ফ্লাস ও কিনিতে চাই।
ফ্লাস কিনিতে গেলে কোন মাপ বা কি দেখে কিনিতে হইবে? উহার মূল্য কেমন হইবে?
আমার ক্যামেরা ব্যবহারের পরিসীমা হইবে, শুধু মাত্র শখের বসে কেনা, পারিবারিক ও সৌখিন ছবি তোলা হবে।
কোন প্রফেশনাল কাজে ব্যবহার হইবে না। তবে সাধারন ডিজিটাল ক্যমেরা লইয়া বহু এক্সপেরিমেন্ট করিয়া করিয়া হাত পাকাইয়া ফেলছি বহু আগে.... যাকে বলে গরিবের বদঅভ্যাস

অভিজ্ঞরা দয়া করে পরামর্শ দিয়া সাহায্য করুন।