
আমার ইয়াহুতে দুটি মেইল একাউন্ট আছে। ধরা যাক একটার নাম মেইল "আইডি ১" ও অপরটি মেইল "আইডি ২"।
আমি যখন মেইল "আইডি ১" এ লগিন করি, তখন মেইল ইনবক্স এর পাশে একটা চ্যাটিং অপশন আসে যেখান থেকে আমি মেসেন্জার না ব্যবহার করে চ্যাট করতে পারি।
নিচে দেখুন মেইল আইডি১ এ চ্যাট বক্স দেখা যাচ্ছে।

সমস্যা হলো যখন মেইল "আইডি ২" এ লগিন করি তখন ইনবক্স এর র পাশে কোন চ্যাট বক্স দেখায় না। যেটা মেইল আইডি১ এ দেখা যায়।
নিন্মে মেইল "আইডি২" দেখুন কোনো চ্যাট বক্স দেখা যাচ্ছে না। ফলে আমি মেইল আইডি ২ থেকে চ্যাট করতে পারি না।
এটা কেনা হচ্ছে?
কোন বা কোথায় সেটিং ঠিক বা চেন্জ করলে আমি মেইল আইডি ২ থেকেও আমি মেইল আইডি ১ এর মত চ্যাট বক্স পাব এবং চ্যাট করতে পারব, কেউ একটু বলে দেবেন কি?

উল্লেখ্য আমি দুটি মেইল এর পেইজ ভার্ষন হিসাবে ক্লাসিক ভার্শন ব্যবহার করি।