তার কিছু আলামত দেখা যাচ্ছে।

সেই ৭১ এর কালো রাতের মত চোখ-হাত বোধে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তার ঠিক নেই। যতদূর জানা যায় সবাইকে আবাহনীমাঠে নিয়ে জড়ো করা হচ্ছে। তারপর কোথায় নিয়ে যাওয়া হবে তা কেউ বলতে পারছে না। সেখানে তাদের কোনো তালিকা তৈরি হচ্ছে না কেন?
অলরেডী বিডিআর এলাকার বিদ্যুত বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারন কি? সেই এলাকার বিদ্যুত কি চালু করা যায় না? ডেসা থেকে কি বিকল্প লাইনের ব্যবস্থা করা যায় না? এটা সিওর যে আরেকটা 'অপারেশন সার্চলাইট' চালানো হতে যাচ্ছে। ৭১ এর ২৬মার্চ পাকহানাদার বাহিনীর অপারেশনের নাম ছিল "অপারেশন সার্চলাইট"
এটা সিওর যে ধরাপরাদের ভাগ্য আজ খারাপ, এটা তাদের হবে শেষ রজনী। আবহনী মাঠ হবে আরেকটা বধ্যভূমি।
সাংবাদিক ভাইদের অনুরোধ করব, যাদের রাস্তা ঘাট থেকে ধরে আনা হয়েছে, সেনাবাহিনী থেকে তাদের একটা তালিকা নেন। অথবা তাদের ছবিতুলে রাখেন।
বিডিআরদের হয়তো অনেক অপরাধ আছে, তাই বলে আরো অপরাধ তৈরি হোক তা চাই না। ছোট ভাই হয়তো বড় ভাইকে হত্যা করে অপরাধ করেছে, তাই বলে ছোটভাইয়ের রক্তে আর কারো হাত যেন রন্জিত না হয়। সবাই আমাদের ভাই এই কথাটা যেন ভূলে না যাই।