দেশ এখন চরম সংন্কট এর মধ্যে দিয়া অতিবাহিত করতেছে। এই মূহুর্তে মানুষ সর্বশেষ পরিস্থিতি জানতে চায়।
নীতি কথা বার্তা পূর্ন, "সবাই শান্ত থাকুন" "গুজব ছড়াবেন না" "গুজবে কান দিবেন না" ইত্যদি নীতি পূর্ন কথাবার্তা পূর্ন পোষ্ট না দেওয়ার আবেদন জানাচ্ছি।
অনেকে মোমাইলে নেট দেখছেন, অনেক জায়গায় নেট সার্ভিস অত্যন্ত স্লো হয়ে আছে্। পেইজ আসতে অনেক সময় লাগছে। সুতরাং ষ্টিকি করা পুরাতন ও অপ্রয়োজনীয় পোষ্ট গুলা সরানো হোক। পরিস্থিতি স্বভাবিক হয়ে আসলে ষ্টিকি করেন।
সর্বশেষ খবর জানা অত্যন্ত জরুরী। সেটাকে গুরুত্ব দিন।