অনেক আগে থেকেই আমি খেলাধুলার প্রতি একটু বেশি মনযোগী। পত্রিকা হাতে নিয়ে প্রথমেই খুলি খেলার পাতা, টিভি তে প্রথমে দেখি খেলার চ্যানেল, ইংলিশ প্রিমিয়ার লীগ, স্পানিশ লীগ সব খেলা দেখি। ফ্যান্টাসী প্রিমিয়ার লীগে টীম করি। কলেজে সব খেলাই খেলেছি। ফুটবল আর আথলেটিক্স মিটে গেছি।
এই খেলা প্রীতি আরো বেড়ে গেলো ৯৭ এ। বাংলাদেশ এর আইসিসি জয়ের পর। বাংলাদেশ, বাংলাদেশ করে ক্রিকেট এর সব আমাদের মুখস্ত। বাংলাদেশের জয়ে মিছিল করি। ব্যর্থতায় আশা বাধি পরের বারের জন্য।
ইদানিং বাংলাদেশের ক্রিকেটের খবর আসলেই চ্যানেল বদলাই। অসহ্য লাগে। না, আমি বলি না বাংলাদেশ কেনো ওয়ার্ল্ড কাপ জিতে না। অসহ্য লাগে আশরাফুল আর তার একি কথা প্রতি সিরিজে শুনতে। “আমরা যদি ৩ বিভাগে ভালো করি তাহলে ম্যাচ জিতবো”। আরে এটা তো ১ টা বাচ্চাও জানে যে, ৩ বিভাগে ভাল করলে জেকোনো দল জিতবে।
সবচেয়ে বিখ্যাত উক্তি আশরাফুলের যেটা জীবনেও ভুলবনা। গতবার যখন সাউথ আফ্রিকা আসল।২য় টেষ্ট।২য় দিন শেষে আফ্রিকার দরকার ২৬ রান। হাতে আছে ৬ উইকেট আর ৩ দিন। অই দিন শেষে সাংবাদিকরা আশরাফুল এর কাছে জানতে চাইলো কি আশা করেন? সে উত্তর দিলো “ম্যাচ এখনও শেষ হয় নাই। আমাদের এখনও চান্স আছে। যদি কালকে সকালে ২/৩ উইকেট ফেলে দেই আর শাহাদাতের হ্যাটৃক হয়ে যায় তাহলে তো আমরা জিতে যাবো”। আসলে ও কি বিচিত্র এই দেশ।সেলুকাস।