সবার মুখে উবুন্টু এর এতো সুনাম শুনে ভাবলাম, আমিও জানালা ছেড়ে ওটা ব্যবহার করি। যাই হোক, বেশ কয়েকটা পোষ্ট থেকে গাইড নিলাম কিভাবে ইন্সটল করতে হয়, তারপর ১টা লিঙ্ক থেকে ডাউনলোড করে সিডি রাইট করলাম। তারপর শুরু করলাম ইন্সটল। কিন্তু নিয়মে দেখেছিলাম যে, গ্রাফিকাল হবে। কিন্তু আমি যেটা পেলাম সেটা প্রথমে ভাষা র্নিবাচন এর পর কিছুখন কি জানি ডস মুডে চেক করলো তারপর নিচের কমান্ড লাইন দিলো যেটা থেকে বুজলাম, কমান্ড লিখে লিখে ইন্সটল করতে হবে।
Busybox v1.1.3 (Debian 1:1,3-5 ubuntu12) built-in shell (ash)
Enter help for a list of build-in commands.
(initramfs)
এখন কি করি? সাহায্য করেন।
অথবা গ্রাফিকাল উবুন্টু ডাউনলোড এর লিঙ্ক চাই