তামিম পুনে দলে যোগ দেওয়ার পর থেকেই আমরা অনেকেই এই দিনটির জন্য অপেক্ষা করছি। কেকেআরে সাকিবের অলরাউন্ড নৈপুণ্য আর পুনেতে তামিমের মারকাট ব্যাটিং। খেলা শেষে যে দলই জিতুক আমরা খুশি।
একটা সংশয় ছিল তামিমকে নিয়ে যে সে হইত এই ম্যাচেও খেলার সুযোগ পাবেনা কিন্তু পুনের ধারাবাহিক পরাজয় বিশেষ করে গতকাল মাত্র ১২০ রান তাড়া করতে না পারার পর তামিমের দলে ফেরা অনেকটাই নিশ্চিত। তাছাড়া তাদের অন্য সব অভারসিজ ব্যাটসম্যানেরই পারফরমেন্স যাচাই ইতিমধ্যে হয়ে গিয়েছে যাতে প্রায় সকলেই দারুণ ভাবে ব্যর্থ।
অন্যদিকে এই ম্যাচে সাকিবের খেলতে নামা নিয়েও কিছুটা সংশয় রয়েছে। কিন্তু কেকেআর এবারের আইপিএলে যেভাবে ভিন্ন ভিন্ন কন্ডিশনে ভিন্ন ভিন্ন খেলোয়াড় খেলাচ্ছে তাতে আগামিকালের মাচে সাকিবের না থাকাই হবে আশ্চর্যের। খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনে। স্পিন স্বর্গ এই উইকেটে সাকিবের মত একজন স্পিনার এবং প্লাস পয়েন্ট হিসেবে তার সময়োপযোগী ব্যাটিং কিছুতেই মিস করতে চাইবেনা কেকেআর।
এখন শুধু অপেক্ষার পালা। শেষ পর্যন্ত আগামীকাল যদি সাকিব-তামিম দুজনকেই আমরা মাঠে পাই তাহলে এই মাচের টিভি র্যাটিং যে অন্য সব কিছুকেই ছাড়িয়ে যাবে তা বলার অপেক্ষা রাখেনা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১২ রাত ৩:৩০