জান্নাত খুঁজতে বাহিরে যাওয়ার প্রয়োজন নেই। প্রায় প্রতিটি ঘড়েই জান্নাত রয়েছে। আসুন নিজ নিজ অবস্থান থেকে মায়ের মুখে হাঁসি ফুটিয়ে স্বচ্ছন্দতায় জান্নাতের পথ সুগম করি। ছবিতে আমি আর আমার আদর্শ "মা"। উনি আমাকে শিখেয়েছেন পৃথীবির সকল পিতা মাতাই আমাদের পিতা মাতা। কঠোর বারণ করেছেন আরো বাবা মা তুলে যেন কখনো অল্শীল বাক্য/গালি প্রকাশ না করি।
মা আমাকে যা যা শিখিয়েছেনঃ ডাক,কথা বলা, হাটা,আদর্শ লিপি, বর্ণমালা, ছূড়া,ছড়া,কবিতা গল্প গান ও হাঁসি (ইত্যাদি)।
মাকে আমিও অনেক ভালবাসি।
মা হচ্ছে একটি আদর্শের নাম। প্রতিটি সন্তানের ভালবাসায় আপ্লুত হোক মায়েদের অন্তর।
ভালবাসা হাঁসি ফুটে উঠুক প্রতিটি বাংলার ঘড়ে ঘড়ে।
অন্তরের অন্তর স্থলে জমা হোক সেই ভালবাসা যেই ভালবাসা জন্নাতের পথ দেখায় প্রাণ ভরে ভালেবেসে যাবো আমরা মা তোমায়।
ধন্যবাদ।
মায়ের প্রতি ভালোবাসার বহ্নিঃপ্রকাশ ফুটে উঠেছে। একজন আদর্শ মায়ের সকল গুণাবলি আমি মা থেকে পেয়েছি। আমি আমার মাকে ভালবেসে যাবো। মা আমাকে গর্ভে নিয়ে কোরআন তিলাওয়াত করেছেন। নামাজ পড়েছেন পৃথীবির আলো দেখিয়েছেন। মা আমার কাছে এক অমূল্য সম্পদ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, জন্ম দিয়েছো মাগো তাই তোমায়ও ভালোবাসি।
ছোট বেলা মা আমাকে কুপির আলোতে বসিয়ে বর্ণমালা শিখিয়েছেন যা আমি প্রতিনিয়তই প্রাণ ভরে লিখে যাচ্ছি। একদিন ক খ লিখতে ছিলাম ঔ দিন ছিল আমার না দেখে সকল ব্যঞ্জনবর্ণ লিখার পালা ভালই লিখতেছিলাম মনে করে হঠাৎ কলম ও আমি থেমে গেলাম পুরো
ব্যঞ্জনবর্ণ বলতে বা লিখতে গেলে একটা যায়গাতেই আটকে যেতাম সেটা হলো ত থ দ এর পর ধ টা আর মনে থাকতো না। ঐ দিন আমাকে অনেক বার পড়িয়ে লিখতে বসাইছিল, তখনও আটকে গেলাম। মায়ের দিকে তাকাতেই দিল থাপ্পড়/চড় তখনই সাথে সাথে মনে পড়ে গেল ধ । আর কখনো আটকায়নি এবং আমি সফল হয়ে আরেকবার লেখা শুরু করি এবং লিখতে সফল হই।
মা ও আমি অনেক খুশি হই তখন। দুধ ভাত খেয়ে ঘুমিয়েছিলাম আর স্মৃতি মনে করতে পারছি না। তবে অনেক স্মৃতি মনে আছে ধীরে ধীরে লিখবো। এবং আল্লাহ যদি সহায় হোন লেখা গুলো একদিন মাকে দিব এবং পড়তে বলবো আমি বসে শুনবো।
আল্লাহ্ কতৃক পৃথীবির সকল পিতা মাতা প্রতি অঁন্তর থেকে দোআা রইল। সেই সাথে ভালবাসা সন্তুটি ও শান্তি কামনা করছি।
আরো লিখতে ইচ্ছে করছে হাত যে আজ থামতেই চাহে না, শেষ করছি এখানেই