
আর কতদিন কাদতে থাকব?
লাউ গাছটির শুকিয়ে গিয়েছে গোঁড়া,
শুকনো লাউগুল কতদিন আর শুঁকবো?
আর কতদিন কাদতে থাকব?
রানওয়ে ধরে প্লেন ছুটে চলে,
আকাশে সেগুলো কতদিন আর দেখব?
আর কতদিন কাদতে থাকব?
বাপজান বলে লেখা পড়া কর
নাইলে কিন্তু মারব
আর কতদিন কাদতে থাকব?
আঁশ পাস দিয়ে বন্ধু হেঁটে চলে,
তার হাতটি কবে ধরব?
আর কতদিন কাদতে থাকব?
দামি দোকানে মামারা বলে
জামা নেন, নাহলে তুলে রাখব,
আর কতদিন কাদতে থাকব?
বন্ধুরা বলে ব্লগার নাকি তুই
১ম পাতায় লেখা কবে দেখব?
আর কতদিন কাদতে থাকব?
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৩