
আমি এইডা নায়কদের মুদ্রাদোষ নাকি অন্যকিছু বুঝলাম না, যে কিছু নায়ক সব মুভি পোস্টারে একই ইস্টাইল মারে। এখান থেকে কিছু নমুনা দেইখা লন। তাইলে নেক্স টাইম কোন পোস্টারে এইরকম ভং ধইরা কাউরে দারায় থাকতে দেখলে এক বারে চিনে ফেলতে পারবেন।
.
.
.
১. স্টিভেন সিগাল
ইনারে দেখবেন অল টাইম একটা ভ্রু উচা কইরা একখান বন্দুক নাইলে তরয়াল নিয়া খারাইয়া আছে...

২. এডি মারফি
ইনারেও দেখবেন সব গুলা পোস্টারে একখান ভ্রু উচা কইরা তাকাইয়া আছে...

৩. ভান ড্যাম
কুনু ফুডুতে যদি কাউরে নিজের ডান হাত মুঠ করে পাকাইয়া বডি দেখাইতে দেখেন, তাইলে বুঝবেন এইডা এই লোক...

৪. জ্যাকি চ্যান
ইনার সব পোস্টারেই ইনার মুখের থেকে ঠ্যাং নাহলে হাতের মুঠোই বড় করে দেখা যায়...

৫. ড্যাঞ্জেল ওয়াশিংটন
ইনারে কখনই কামেরার দিকে সরাসরি তাকাইতে দেখবেন না... সব ছবিতে দেখবেন এদিক উদিক তাকাইয়া আছে...

৬. উইল স্মিথ
ইনি আবার উলটা। এক্কেরে ডাইরেক্ট ক্যামেরার দিকে তাকাইয়া থাকে, মনে হয় যেন আমারে দেখতাসে...

৭. জেট লি
এই বেচারার পোস্টার গুলান দেখে মনে হয়, ইনার এই একটা সানগ্লাস ছাড়া আর কোন চশমা নাই। সিনেমা কইরা যে টাকা পায়, সেইগুলা দিয়ে কি করে?

৮. টম ক্রুজ মাম্মা
ইনার সব পোস্টারে তার শুধু এক পাশের গাল দেখা যায়। উনার অন্য পাশের গালের কি অবস্থা ঝাতি ঝানতে চায়...

*কিঞ্চিত নেটের হেল্প নেওয়া হয়েছে...