
ঢাকা দুই টুকরা হইয়া গেসে, এখন এর থেকে কিছু আইডিয়া পাইলাম, কোন ফান মাগাজিন এ দেওয়ার আগে ফ্রীতে আইডিয়াগুলা বিলাইতেসি, আপনাদের লাগলে নিতে পারেনঃ
১. ভবিষ্যতে বাচ্চাদের প্রশ্নে আসবে, একটি শহর ৪ ভাগ করতে ১০ জনের ৮ দিন লাগে, তাহলে সেই শহরটা ৮ ভাগ করতে ৫ জনের কত দিন লাগবে?

২. তাস ভাগাভাগির মত শহর ভাগাভাগি করে 29 খেলা যাবে,

৩. ঢাকার মধ্যে একাধিক প্রদেশ স্বাধীন হবার সম্ভাবনা আছে, যেমনঃ বনানিল্যান্ড, ধানমণ্ডিস্থান, ইউনাইটেড স্টেট্স অফ বাড্ডা, গণপ্রজাতন্ত্রী মিরপুর ইত্যাদি।

৪. বনানি থেকে মোহাম্মদপুর যাইতে পাসপোর্ট ভিসা লাগতে পারে। :-&
৫. নাখালপাড়া থেকে মতিঝিল যেতে ILETS করা লাগতে পারে।

৬. ঢাকার দুই ভাগে ইদের চাঁদ একদিনে দেখা না গেলে, আলাদা আলাদা দিনে ঈদ হবার সম্ভাবনা আছে।
