এই পোস্টটা শুধু মাত্র মনটাকে হালকা করার জন্য । এটি কারও মনে আঘাত দেওয়ার জন্য লেখা নয়ঃ
আজকে নিজেকে প্রচন্ড দ্বিধাগ্রস্থ লাগছে। আজকে আমার জীবনের উদ্দেশ্য গুলো হিসাব করতে গিয়ে প্রায় মাথা খারাপ হবার যোগাড়। তার পরেও অনেক কষ্টে এই লিস্ট টা বানালাম। আমার মানুষ হিশেবে কাকে কাকে খুশী কোড়া দরকার এইটা তার লিস্টঃ [গুরুত্ব অনুসারে সাজানো]
১. আমার সৃষ্টিকর্তা
২. আমার পিতামাতা ও পরিজন
৩. আমার প্রেমিকা [যেহেতু আমি প্রেম করি]
৪. আমার পড়ালেখা
৫. আমার নিজেকে
কিন্তু কেন জানি সবাইকে একসাথে খুশি রাখতে আমি বারে বারে ব্যর্থ হচ্ছি। আল্লাহ পাক কে খুশি করতে নিয়মিত নামাজ পড়া দরকার। কিন্তু জানেনই তো ভার্সিটি তে ক্লাস করতে গেলে কত নামাজ মিস হয়ে যায়। আল্লাহ আমার উপর কি করে খুশি হবেন? মা বাবা কে খুশি করতে সন্তানদের বেশি কিছু করা লাগে না, তারা সন্তানদের উপর এম্নিতেই খুশি থাকেন। কিন্তু তারপরও নিয়মিত লেখাপড়া করলে আর তাদের ছোট খাটো দুই একটা কথা শুনলেই তারা বহুত খুশি থাকেন। কিন্তু তারপরেও কেন জানি আমি তাদের খুশি তো করতেই পারি না, উল্টা খালি কষ্টই দেই। ৩য় নাম্বার এ আছেন আমার মহামান্য প্রেমিকা, তাকেতো খুশি করা কোন মহামানবের পক্ষেই সম্ভব না। আমি আর কি করতে পারি? যত ভাল কাজ বা উপকার ই করি না কেন সামান্য থেকে সামান্যতম অপরাধ ই তার সুফল গুলা মুছে ফেলার জন্য যথেষ্ট। চতুর্থ নাম্বার এ আছে আমার পড়ালেখা যা দিনে রাত্রে ২ ঘণ্টা করাই যথেষ্ট, কিন্তু আমাকে দিয়ে সেই কাজটাও হয় না। গেল লেখাপড়া , সর্বশেষ এ আমার তালিকায় আছি আমি। আমাকে খুশি করার দুইটাই উপায় আছে। হয় উপরের সবাই কে খুশি করা অথবা উপরের সবাইকে নারাজ করে নিজের খুশি গুলা পালন করা। কিন্তু দুঃখের বিষয় হইল যে এই দুইটার কোন টা করাই আমার পক্ষে সম্ভব না, ফলে আমি নিজে শুখি হতে পারতেসি না। এখন আমার প্রশ্ন এইযে , আমার আসলে কোন পথটা বাছা উচিত?
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১০