বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বাংলাদেশের বাংলা ভাষার প্রথম স্থান অধিকারী দৈনিক প্রথম আলোর জন্মদিন আজ। শুভেচ্ছা প্রথম আলো।
আমাদের সংবাদপত্র জগতে ধূমকেতুর মতো এসে বিজয় কেতন উড়িয়ে দিয়েছে যে পত্রিকাটি। অভিনন্দন প্রথম আলো।
প্রথম আলো পেরিয়ে এসেছে ১৪টি সফল বছর। সর্বজন বিদিত যে, প্রথম আলো প্রচারসংখ্যায় শুধু শীর্ষেই নয় অন্যান্য পত্রিকার চেয়ে অনেক অনেক সম্মুখে তার অবস্থান। যা সহযোগী সংবাদ মাধ্যমগুলোর জন্য অবশ্যই ঈর্ষণীয়।
১৫তম বছরে পদার্পণ উপলক্ষে সম্পাদক মতিউর রহমান তার শুভেচ্ছাবাণীতে বলেছেন-
আজ থেকে ১৪ বছর আগের দিনটি থেকেই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একেবারে পরিষ্কার ছিল। আমরা স্বাধীন, নিরপেক্ষ, সৎ ও সাহসী সাংবাদিকতা করব। আমরা পরিবর্তনের সহযোগী হব।
... এরই মধ্যে আমরা পাঁচ লাখ কপির মাইলফলক অতিক্রম করেছি। এখন আমরা ছাপছি পাঁচ লাখ ২০ হাজার থেকে ২৬ হাজার কপি।
... আজকের এই আনন্দের দিনে আমি আপনাদের একটা চমত্কার তথ্য জানাতে চাই। সারা পৃথিবীর এক নম্বর বাংলা ওয়েবসাইট। গুগল অ্যালেক্সা রেটিংয়ে এটা জানা যায়। এর সঙ্গে যোগ করলে এই অবস্থান একেবারেই নিরঙ্কুশ হয়ে ওঠে।
দেশে আর দেশের বাইরের পরিবর্তনশীল মানুষের শতমুখী চেষ্টায় দেশ কিন্তু এগিয়েই চলেছে।
বাংলার ইতিবাচক খবর আমরা ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী। আর এ কাজে আমাদের অনুপ্রেরণা দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অনেক বাংলাদেশি, যাঁরা নিজেরা নানা রকমের ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। আমরা যাঁরা দেশে আছি, যাঁরা বিদেশে আছেন, আসুন—সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বাংলাদেশের বাংলা ভাষার প্রথম স্থান অধিকারী দৈনিক প্রথম আলোর জন্মদিন আজ। শুভেচ্ছা প্রথম আলো।
আমাদের সংবাদপত্র জগতে ধূমকেতুর মতো এসে বিজয় কেতন উড়িয়ে দিয়েছে যে পত্রিকাটি। অভিনন্দন প্রথম আলো।
প্রথম আলো পেরিয়ে এসেছে ১৪টি সফল বছর। সর্বজন বিদিত যে, প্রথম আলো প্রচারসংখ্যায় শুধু শীর্ষেই নয় অন্যান্য পত্রিকার চেয়ে অনেক অনেক সম্মুখে তার অবস্থান। যা সহযোগী সংবাদ মাধ্যমগুলোর জন্য অবশ্যই ঈর্ষণীয়।
বাংলার ইতিবাচক খবর আমরা ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী। আর এ কাজে আমাদের অনুপ্রেরণা দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অনেক বাংলাদেশি, যাঁরা নিজেরা নানা রকমের ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। আমরা যাঁরা দেশে আছি, যাঁরা বিদেশে আছেন, আসুন—সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ৮:২২