হাজারো-লাখো মানুষের কি ব্যাকুল চেষ্টা মাওলানাকে এক নজর দেখার জন্য
বিএনপি পন্থি এক চ্যানেলের জামায়াত বিটে কাজ করে আমার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু। আজকে উপমাহাদেশের তথা বিশ্ববরেণ্যে আলেম জননেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব প্যারোলে মুক্তি পাচ্ছেন মায়ের জানাজা পড়তে এটা জানতাম। সেখানে হাজারো লক্ষ মানুষ প্রিয় এই মানুষটিকে দেখতে আসবে সেটাও জানতাম। আর সেজন্য অধীর আগ্রহে বসে ছিলাম টিভির সামনে এই প্রিয় নেতাকে দেখতে। খবরে এটা নিয়ে নিউজ না দেখে ভেবেছিলাম মনে হয় সরকার তাকে মুক্তি দেয়নি। কিন্তু অনলাইন নিউজ সাইটে গিয়ে দেখি না মুক্তি দিয়েছে এবং তাকে দেখতে লাখো জনতা ছুটে এসেছিল। ফোন দিলাম টিভিতে কর্মরত বন্ধু সাংবাদিককে। কিরে খবর দিস নাই কেন? বন্ধু বললো উপর থেকে বার্তা সম্পাদককে সরকার নিষেধ করেছে সাঈদীকে নিয়ে কোন আলাদা নিউজ না করতে।
র্যাব পুলিশের কড়া নিরাপত্তা কোন বাধায় হতে পারেনি
হায় এখন এটা দিবালোকের মত সত্য যে মাওলানা সাঈদী সাহেব মোটেও যুদ্ধাপারাধী না। সরকার তার জনপ্রিয়তায় ভয় পেয়ে তাকে আজ মিথ্যা মামলায় জেলে বন্দী করে রেখেছে। হায় গণমাধ্যমের স্বাধীনতা। মিথ্যুক সরকারের ততধিক মিথ্যুক পররাষ্ট্রমন্ত্রী দিপূমনি এই সেদিনও নিউইয়র্কে এসে হিলারীকে বলে গেল গণমাধ্যম যেকোন সময়ের তুলনায় বেশী স্বাধীনতা ভোগ করছে। এই তোমাদের স্বাধীনতার নমুনা!!!
লাখো জনতার উপস্থিতিতে নিজ মায়ের জানাজা পড়াচ্ছেন মাওলানা
প্রিয় মায়ের লাশবাহী গাড়ির পাশে অশ্রুশিক্ত মাওলানা
আল্লাহ যেন সাইদি সাহেবের মাকে জান্নাতুন ফেরদাউস দান করেন
-আমিন