এই বছর আজই প্রথম বই মেলায় গেলাম। দুপুরের দিকে গেলাম ভিড় এড়াতে। ভালোই লাগলো শান্ত একটা পরিবেশে ঘুরে বেড়াতে আর ষ্টল ঘুরে ঘুরে বই দেখতে। ৩ টা বই ও কিনলাম।
কিন্তু একটা ব্যাপার খুব খারাপ লাগলো। কিছু কিছু প্রকাশনের বিশেষ করে নামি দামি প্রকাশনা ষ্টল গুলোর স্যেলসম্যান দের ব্যবহার দেখে মনে হলো পাঠক হিসেবে ওদের ষ্টলে বই কিনতে গিয়ে বড় অন্যায় করে ফেলেছি। "অন্যপ্রকাশ" অনেক নামি একটা প্রকাশনা প্রতিষ্ঠান। ঐ দুপুরেও অনেক ভিড়। ওদের ষ্টলে গিয়ে কিছু বই নেড়েচেড়ে দেখছিলাম একটা বই কিনতে মনষ্হির করে ফেলেছি, আরো কিছু বই দেখছিলাম। তখন হঠাৎ ওদের এক স্যেলসম্যান বলে "আপনি তারাতারি করেন, এত দেরি করলেতো হবে না"। আমি বল্লাম বই কেনার জন্যইতো দেখছি। না দেখে তো বই কেনা জায়না। তখন সে আমাকে উত্তর দিলো "আমরাতো না দেখেই বিক্রি করি"!!!



টাসকি খাইলাম তার উত্তর শুনে।

আমি বল্লাম আপনার কাজ হলো বই বিক্রি করা, দেখা না দেখায় কিছু আসে যায় না। কিন্তু আমি তো না দেখে কিনবো না। এই কথা শুনে তার তাকানো দেখে মনে হলো আমি অন্য কোন গ্রহ থেকে নেমে এসেছি।
হয়তো অনেক ক্রেতাই আগে থেকে বই এর নাম মুখষ্ত করে যায় বই কিনতে, কিন্তু এটাই তো আসল চিএ না।
সময় প্রকাশনের ষ্টলে গিয়ে জিগ্গেস করলাম আনিসুল হক এর ঐ বইটা কি এসছে?? স্যেলসম্যান তখন বই সাজানোতে ব্যষ্ত। আবারো করলাম একই প্রশ্ন, এবারও সে নির্বিকার। এবার একটু জোরেই বল্লাম এই যে ভাই আপনাকে জিগ্গেস করছি। এবার সে বেস বিরক্ত হয়ে বল্লো না আসে নাই। আমি বল্লাম আসে নাই সেটা বলেন। আপনাকে তিনবার জিগ্গেস করার পর বলতেছেন আসে নাই। তার উত্তর "আপনার কথা শুনার জন্যতো বসে রই নাই। দেখতেছেন না কাজ করতেছি।"


দ্বিতীয় বারের মত টাসকি খাইলাম।


ঘুরার সময়ই খেয়াল করলাম এই ধরনের আচরন অনেকের সাথেই করা হচ্ছে। পার্ল পাবলিকেশনে দেখলাম একজন ক্রেতা বই কিনলো যেটার দাম তারা বল্লো ১০৫ টাকা। ঐ লোক বল্লো ১০০ টাকা রাখেন, বলে হে একটা ৫০০ টাকার নোট দিলো।স্যেলসম্যান বল্লো ভাংতি দেন, ক্রেতার উত্তর ভাংতি নাই। তখন স্যেলসম্যান বল্লো ৫ টাকা কম দিতাছেন ৫০০ টাকা দিলেতো হবেনা। ভাংতি দেন।

কোত্থেকে যে ধরে আনে এগুলারে..

বই মেলায় আরো বেশ কয়েক বার যাবার ইচ্ছে আছে। কিন্তু আজকে ঘুরে এদের এই ধরনের ব্যবহার দেখে মেজাজটাই খারাপ হয়ে গেলো। ঘুরার মজা আনেকটাই নষ্ট হয়ে গেলো এদের ব্যবহার এ।
কিন্তু সব কিছুর পর ও বই মেলায় ঘুরার মজাই আলাদা। যারা এবার এখনো সেই মজা পাননি, তারাতারি চলে যান।