তুমি কিন্তু আসতে পারতে চাইলেই
অনেকেই ছিল, মেঘ মাখা রোদ, রোদ পোড়া নিসঙ্গতা
নির্জন ডোলা হাজরা, ঘাম ভেজা ভেপসা দুপুর
আটকে পড়া মজা পানির অদৃশ্য কুমির
গর্জনের নাদুশ ছায়া, সাম্বার হরিণ
তুমি কিন্তু আসতে পারতে চাইলেই
মেটাল ডিটেক্টর আর বোমার ঝকমারি ছিল না
ইউনিফরম ছেড়ে আদিম অদৃশ্যে
কালো বেল্ট আর দাসখত ছিড়ে অসীম স্বাধীনতায়
তুমি কিন্তু আসতে পারতে চাইলেই
মৌসুমী বাতাসের ঘায়ে অতিত অস্হির ছিল
বালিদের কোন স্ম্ৃতিকথা ছিল না
ইনানি বীচে পাথুরে পায়ের ছাপে শ্যাওলা পড়েছে
নাম লেখা বালিতে সেই কবে চোরাবালি জমে গেছে
তুমি কিন্তু আসতে পারতে চাইলেই
বাতাসে তোমার আগমনি গান ছিল
শঙ্খ তোরণ ছিল, বিছানো বালুচর ছিল
সাজানো ফুল শয্যা ছিল, কেউটেরা সিন্দুকে ছিল
ঘুর্ণীবায়ুর চুমুতে উদ্বাহু ঢেউ মালা গেথেছিল
অপেক্ষা ছিল, হাহাকার ছিল, প্রার্থণা ছিল
তুমি কিন্তু আসতে পারতে চাইলেই
কিন্তু আসনি
কারন তোমার আসার কথা ছিল না...
এটা আদিত্য আনিক এর লিখা আমার প্রিয় একটা কবিতা..
আপনাদের সাথে শেয়ার করলাম..
" তুমি কিন্তু আসতে পারতে চাইলেই
কিন্তু আসনি
কারন তোমার আসার কথা ছিল না...
আদিত্য অনিক
কিন্তু আমি চলে এসেছি.. আসার কথা থাকুক আর নাই থাকুক.. আর সাথে করে খুব প্রিয় একটা কবিতা ও নিয়ে এলাম.. সবার জন্যে..