The Pope's Exorcist সিনেমাটি গতমাস, অর্থাৎ মে মাসের প্রথম দিকে দেখা হয়েছিল। তখনই ভেবেছিলাম সিনেমাটি নিয়ে রিভিউ লিখবো কিন্তু একেবারেই সময় করে উঠতে পারিনি, আসলে গত মাসে আমি কোনো ব্লগই লিখে নাই। যাই হোক, এই দুনিয়ায় জঘন্য সিনেমা বলে যদি কিছু থাকে তাহলে সেটি হলো এই The Pope's Exorcist, যে সিনেমা দেখার পর আপনার কাছে মনে হবে আপনি কেনো আপনার মূল্যবান সময় নষ্ট করলেন!
এই সিনেমা দেখার পর আমি ভাবলাম এই সিনেমা দেখে জীবন থেকে যে সময়টা যে নষ্ট হলো সেটাতো আর কেউ ফেরৎ দিবেনা, সিনেমার পরিচালককে শুধু একবার বলার ইচ্ছে আছে যে আমার সময় আমাকে আপনি ফেরৎ দিন।
রাসেল ক্রো এর মতো একজন দূর্দান্ত অভিনেতা যে সিনেমায় রয়েছে সেই সিনেমা যে এতোটা ফ্লপ, জঘন্য হতে পারে তা একদমই ভাবিনি। Exorcist ধরনের যেসব সিনেমা আগে হয়েছে তা বলতে গেলে সবই দেখা হয়েছে এবং সবকটাই বেশ ভালো লেগেছিল। কিন্তু এই সিনেমা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। সিনেমার না আছে গল্প, না আছে এ্যাকটিং, না আছে কোনো সাসপেন্স।
পরিচালক Julius Avery এর দেখা আমার এটি প্রথম সিনেমা এবং আমি বেশ হতাশ। যা ইচ্ছে তাই পরিচালনা ছিল। এই রিভিউটা লেখার মূল কারণই হচ্ছে সবাইকে সচেতন করা যাতে এই সিনেমা দেখার আগে ১০ বার চিন্তা করে। হাতে যদি অফুরন্ত সময় থাকে তাহলে অবশ্য সিনেমাটি দেখতে পারেন।
আমই ৩/১০ দেব। এই ৩ দিয়েছি শুধু রাসেল ক্রোর জন্য।