২০২৩ সালের প্রথম নাটক আমার দেখা হলো ভিকি জাহেদের পরিচালিত নাটক কাজলের দিনরাত্রি। আর এই রিভিউ লেখার সাথে আমি নিজেও একটা রেকর্ড করলাম যে এটি হলো আমার প্রথম নাটকের ওপর কোনো রিভিউ লেখা। সবসময় শুধু সিনেমা বা ইংরেজি টিভি সিরিজ নিয়ে রিভিউ লিখেছি, বাংলা নাটক নিয়ে কখনই কোনো রিভিউ লেখা হয়নি বা রিভিউ লেখার ইচ্ছে প্রকাশ করেনি। তবে ভিকি জাহেদের এই নাটক দেখার পর মনে হলো আমার অবশ্যই একটি রিভিউ লেখা উচিত।
এর আগেও ভিকি জাহেদ পরিচালিত নাটক আমার দেখা হয়েছে এবং আমার কাছে তার কাজ খুবই পছন্দ হয়েছে। সত্যিকারভাবে সে চমৎকার একজন পরিচালক। আর এই নাটকের মূল আকর্ষণ ছিল মেহজাবিনের দূর্দান্ত অভিনয়। অভিনয় করতে হলে একটা ক্যারাক্টারের সাথে ঠিক যেভাবে মিশে যেতে হয় মেহজাবিন ঠিক সেটাই করতে সক্ষম হয়েছে। এক কথায় তার অভিনয় ১০/১০ ছিল।
এছাড়া সামিয়া অথৈ এর অভিনয় আমার বেশ ভালো লেগেছে। তার নাটক আমার প্রথম দেখা হলো। অভিনয় বেশ চমৎকার ছিল। আর যেটা বলতেই হয় নাটকের শেষ কয়েক মিনিটের টুইস্টা ছিল এক্কেবারে অনাকাঙ্খিত। ভাবতেও পারিনি পরিচালক এরকম টুইস্ট দেবে।
যাই হোক নাটকটি আমার ভালো লেগেছে আর আপনারা পারলে দেখবেন। ইউটিউবের লিংকটি দিলাম। আমি ৯.৫/১০ দেব।
১. ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২১ ০