
পৃথিবীতে জন্মলগ্ন থেকেই সংঘটিত হয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ। কালের বিবর্তনে এই দুর্যোগের কারণেই হারিয়ে গেছে এক সময়কার পৃথিবী দাপিয়ে বেড়ানো ডায়নোসর প্রজাতি। তাদের বিলুপ্তির কারণেই হয়তোবা আমরা বসবাস করতে পারছি এই সুন্দর পৃথিবীতে। কিন্তু পৃথিবী তাদের উপর প্রতিশোধ নিয়ে থেমে থাকে নি আমাদের উপর প্রতিশোধ নেয়া। এমন অনেক সভ্যতার লয় ঘটেছে এই প্রাকৃতিক দুর্যোগে যাদের নাম পর্যন্ত আমরা এখনো জানিনা। ইদানিং কালে মানুষ প্রকৃতির উপর অত্যাচার করছে আগের চেয়ে বহু বহু মাত্রায়। তাই তাই বলে প্রকৃতিও ছেড়ে দেয়ার পাত্র নয়। সেও প্রতিশোধ নিচ্ছে মানুষের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভাবে। আবার আমারা নিজেরাই অনেক সময় হয়ে দাড়াই নিজেদের ধংসের কারণ। ১৯০০ সাল থেকে আজ পর্যন্ত প্রকৃতিক দুর্যোগ ও আমাদের হাতে গড়া সব দুর্যোগের তালিকা দেখুন এই সাইট থেকে। দেখুন প্রকৃতি কত প্রতিশোধ পরায়ন। তাই আসুন সবাই প্রকৃতিকে সম্মান করে, একে রাগিয়ে না তুলে নিজেদেরই আবাসন পৃথিবীর বুকে নিশ্চত করি। তা না হলে হয়তোবা ডায়নোসরের মত আমাদেরও হারিয়ে যেতে হবে এই প্রকৃতির রোশানলে পরে।
সাইটটিতে ১৯০০ সাল থেকে আজ পর্যন্ত যত ন্যাচারাল ডিসিসটারর্স ও ম্যান মেইড ডিসিসটার্স সব গুলোর তালিকা দেয়া আছে। তালিকা পাওয়া যাবে কান্ট্রিওয়াইস। আবার কান্ট্রিপ্রোফাইলও দেয়া আছে। আছাড়াও সর্বকালের ভয়াবহ দুর্যোগের তালিকাও পাওয়া যাবে। ডাটাবেসটি প্রাতিদিন আপডেট করা হয়।
ক্লিক টু গোওওওও
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩০