আপনি যদি সেলফ হেল্প বা নন-ফিকশন বই পড়তে পছন্দ করেন, তবে আপনি হয়তো মিরাকেল মর্নিং, এটোমিক হ্যাবিটস, সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এসব বই পড়েছেন।
এই বইগুলো আপনি পড়ে থাকলে, আপনি জানতে পারবেন কিভাবে দুনিয়ার জীবনে সফল হওয়া যায়, সুস্থ থাকা যায় কিংবা প্রচুর অর্থ উপার্জন করা যায়।
তবে, যদি আপনি ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে ভালোভাবে জানেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এই বইগুলোর অভ্যাস - রাসূল সাল্লাল্লাহু সাল্লামের অভ্যাস-গুলোর সাথে অনেকাংশেই মিলে যায়।
অর্থাৎ আপনি যদি পরিপূর্ণ সুন্নাহ পালন করেন তাহলে আপনি দুনিয়ার জীবনে সফল হতে পারবেন। এবং মুসলিম হলে তো আপনার জন্য আখিরাতে বোনাস আছেই।
.
রাসুল সাঃ এর সুন্নাহ বনাম দুনিয়ার জীবনে যারা সফল হয়েছে, তাদের জীবনের গল্প গুলোকে একত্রে একটি নতুন দৃষ্টিকোণ বা কম্বাইন্ড পারস্পেক্টিভ থেকে মিরাজ রহমান এই বইটিতে গুরুত্ব দিয়েছেন।
মিরাজ রহমান এর “দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ” [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]
→ মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনী পড়তে ভুলবেন না।
বইয়ের নাম: “আর রাহীকুল মাখতূম” বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা।
→ বিশ্বনবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর বিশ্বখ্যাত জীবনী গ্রন্থ (১৯৮৭ সালে রাবেতা আল-আলম আল ইসলামী আয়োজিত নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবনীর উপর আন্তর্জাতিক প্রতিযোগীতায় ১১৮২-টি গ্রন্থের মধ্যে ১ম স্থান অধিকারী স্মারক গ্রন্থ)
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:২২