সতিই সেলুকাস!! কি বিচিত্র এই দেশ! হীরক রাজার রাজত্বও এতোটা বিচিত্র ছিলো না,,,,,,,!
আজ অবিচারের মহোৎসব সর্বত্র এমনকি রাষ্ট্রযন্ত্রের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বর্তমান সরকার ন্যায়-নীতি, নৈতিকতাকে বিসর্জন দিয়ে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনা করছে। সত্যি কথা লিখলে ৫৭ ধারায় সর্বনিম্ম সাত বছরের জেল, বললে আবার আদালত অবমাননার রুল হবে। পত্রিকায় যা প্রকাশিত হয়েছে সেটুকুই বলি-
"গতকালকে কাওরান বাজারে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে শেখ হাসিনা এবং তার মন্ত্রীপরিষদের উস্কানীতে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা।"
কিন্তু পুলিশ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথমে তা অস্বীকার করে। পুরো দেশবাসী লাইভ দেখেছে ঘটনাটা, কিন্তু শেখ হাসিনা বস্তির ভাষায় খিস্তি খেউড করে বরাবরের মতোই বলে এটা নাকি নাটক!
আজকে আবার স্বরাষ্ট প্রতিমন্ত্রী সাহেব বলেন, ঘটনা সত্য তবে অভিযুক্তদের দোষ নেই। সব দোষ সিএসএফ সদস্যদের। তারা জীবন বাজী রেখে হামলা প্রতিহত করেছে। এইজন্য এর উপযুক্ত সম্মাননা হিসেবে সরকারের তরফ থেকে মামলার আসামী হলো।
অন্যদিকে ষোল কোটি মানুষ শুধু অন্ধ এবং বধিরই হয়নি তাদের মনুষ্যত্বও লোপ পেয়েছে,,,,,,,,,, :-(
তাই 'বিচারের বাণী কাঁদতাছে নীরবে নিভৃতে',,,,,,
সবার মনে এখন একই প্রশ্ন-দেশের ভবিষ্যৎ কোন পথে?????