পাকিস্তানের ২৪ বছরের শোষণ-শাসনে ক্ষুব্ধ হয়ে আমরা সৃষ্টি করেছিলাম বাংলাদেশ, গণতন্ত্রের আকাঙ্ক্ষায় আমরা জম্ম দিয়ে ছিলাম ১৫ই আগস্টের বিপ্লবের, আবার গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে ৯০-এর গণ জোয়ার।
বিগত ৬টি বছরের আমরা বুঝে নিয়েছি আমার ‘গণতন্ত্র’ আজ পরিণত হয়ে গেছে বাকশালের প্রেত্মাতার শোষণের হাতিয়ারে। গণতন্ত্রের “ভোটের অস্ত্র” আর আমার হাতে নেই!
রাস্ট্রীয় সন্ত্রাসীদের কালো থাবায় আমার ভোট ও বেঁচে থাকার অধিকার আজ বিপন্ন,,,,,,,,,,,,, :-(
অবশ্য ইতিহাস বলে- মানুষের এই হতাশা আর অবিশ্বাস কখনো স্থায়ী হয় নাই। মানুষ এক সময় জেগে ওঠে,,,,,,,,,,,,
নিজেই নিজের অদৃশ্য ভয়ের বলয় ভেদ করে বেড়িয়ে আসে। তখন এক অফুরন্ত শক্তির সমাবেশ আমরা দেখি। মানুষের জেগে ওঠার শক্তি! প্রবল বেগে! বালির বাঁধের মতো সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়!
যৌবনের জলতরঙ্গ সব এক হয়ে মিশে যায় এক মোহনায়,,,,,,,,,,,,,,