কথা দিয়েছিলাম সামু দাবা টুর্নামেন্ট করব। তারই সূত্র দিয়ে পোষ্টের সূচনা।
আবারও সামু দাবা - গত বছরের ইচ্ছা, এই বছরে ইনশাল্লাহ পরিপূর্ণ হবে।
২০০৯ সালের বিক্ষিপ্ত চেষ্টা -- সামু দাবা নকআউট টুর্নামেন্ট ২০০৯
২০১১ সালের পূর্ববতী সর্বশেষ চেষ্টা- সামু দাবা নকআউট টুর্নামেন্ট ২০১১ সেটার হয়ত অনেক গুলি পর্ব ছিল।
আগের থেকে এবারকারটা ভিন্ন। আগে চাল দেওয়ার প্রচুর সুযোগ ছিল যার সুবিধা ও অসুবিধা দুইটাই ছিল। তবে এখন আমরা নতুন ফরমেটে যাব তা live হবে।
সামু দাবা গ্রুপ অনেক পুরনো চেস.কম এ আছে। Click This Link লিংক
https://www.chess.com/club/somewherein-chess-team
ঢাকা সময়:
২৫-০৪-২০১৭ মঙ্গলবার ১৯০০-২৩০০ ঘটিকা (বিকাল৭টা থেকে রাত ১১টা) মঙ্গলবার
অথবা
২৬-০৪-২০১৭ বুধবার ১৯০০-২৩০০ ঘটিকা (বিকাল৭টা থেকে রাত ১১টা) বুধবার
chess.com রেজিস্ট্রেশন করবেন, গ্রুপের লিংক দেওয়া আছে। আগে থেকে আই ডি থাকলে তো ভাল। ব্লগে আপনার চেস.কম আইডি মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। একই রাখার চেষ্টা করবেন,তাতে আইডেন্টিফাই করতে সুবিধা হবে।
খেলার দিন অথবা আগের দিন গেইম ফর্ম ছাড়া হবে,ঢুকে যাবেন https://www.chess.com/live#t=825861 অথবা লাইভে। তাছাড়া পোষ্ট এবং চেস.কম সামু দাবা গ্রুপেও পোষ্ট করা হবে। একমাত্র সামু গ্রুপের সদস্যরাই খেলতে পারবেন।
নূন্যতম ৮ জন না হলে টুর্নামেন্ট আয়োজন সম্ভব না। তাই ব্লগার যারা খেলতে আগ্রহী মন্তব্যে জানান দিয়েন, আমি আরেকটা রিঃপোষ্ট দিব খেলা শুরু হবার আগে।
এটা হবে মাসিক লীগ।
এরপর ঘন ঘন সাপ্তাহিক মাসিক লীগ মতান্তরে টুর্নামেন্ট করব।
চেস.কম ফ্রি ইউজার হলে সপ্তাহে ৩টার বেশী লাইভ টুর্নামেন্ট খেলা যাবে না। তাই ১টা সংরক্ষণ করে রাখুন।
সময় নিয়ে আলোচনা করতে হবে। আমি ১৫-২০-৩০ মিনিট এ আগ্রহী, সবাই ব্যস্ত না হলে ৬০ মিনিট ভাল ছিল। আপনারা যদি আরও কম সময় চান, তা আলোচনা সাপেক্ষে।
এটা অগ্রসর হলে আমরা সাপ্তাহিক বা মাসিক কন্টিনিউ চিন্তা করব।
সুইস রাউন্ড পদ্ধতিতে খেলা হবে, যা চেস.কম ডিফল্ট করে রেখেছে। প্রত্যেকে প্রত্যকের বিরুদ্ধে খেলবে না তাহলে তা রাউন্ড রবিন হয়ে যায়।
সুইস পদ্ধতিতে ২বা ৩ রাউন্ডে খেলা হবে আপাতত।
চ্যাম্প হবে সর্বোচ্চ পয়েন্ট অধিকারী।
রং পরিবর্তন হবে, ব্যতিক্রম ছাড়া।
১৫ মিনিট করে ৩ রাউন্ড করা সম্ভব।
অন্য কিছু নিয়ে পড়ছি, তাই আর পোষ্ট বৃদ্ধি করলাম না।
ভাল থাকুন।
ত্রিভুজম,সাদিক,যুথী সাহেব/বিবি সবাইকেই মিস করছি।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৬