হেল্পু
পুরনো পোষ্টে অনেক আলোচনার পর অনেকটা স্থির করে এনেছিলাম যে আপেল নয় বরং এন্ড্রু বাবাকেই কিনব ।
কিনতে টেকটুনিতে সার্চাইতে যাইয়া কিনা ধকল গেল ।
এন্ড্রয়েড গুরুর পুষ্টু Click This Link
বনাম
এ্যাপল গুরু পুষ্টি Click This Link
দুইটা মনের মধ্যে হাজারো প্রশ্ন উকি দেওয়াচ্ছে
এন্ড্রয়িড :
১. -আমি কি যে কোন এন্ড্রয়িড মোবাইল কে আপটুডেট ভার্সনে আপগ্রেড করতে পারব ?
-যেমন স্যামসং এর কোন মডেলে ২.৩ থাকলে আমি চাই ডাইরেক্ট ৪.০তে, এটা কি সম্ভব ?
-নাকি মোবাইল ভেদে কোনটাতে করা যায় আবার কোনটাতে করা যায় না ?
যদি তাহয়, তা জানার উপায় কি ?
আপডেট পদ্ধতি কি স্যামসাং এর বর্ণিত নিয়ম অনুসারে করতে হবে নাকি ইন্টারনেট দিয়েই সহজে কোন এন্ড্রয়িড এপস দিয়ে সহজে করা যায় ?
২.-এন্ড্রয়িড রুট লকড ছাড়া মোবাইল কিনতে পাওয়াবে যাবে ?
-গেলে কোন কোম্পানী বা ধরনের মোবাইল ?
-আনলকড এন্ড্রয়িড মোবাইল কি রুটলকড নাকি শুধুমাত্র আনলকড ?
৩.-রুটিং করলে যেহেতু ডিফাইস এর গ্যারান্টি হাওয়া হয়ে যায় তাহলে কি আমি আনরুট করতে পারব সহজে যখন প্রয়োজন হবে সার্ভিস এর ?
-তাতে কি ডাটার ব্যাকআপ নিতে হবে, নিলে কিভাবে ব্যাকআপ নিব?
-বা এতে কি ভিতরের সেইভ করা এপলিকেশন এর রিমুভ হবার আশংকা হবে, হলে কিভাবে ব্যাকআপ নিব ?
৪.অনেকে বলে থাকেন রুটিং করা না থাকলে অনেক এপলিকেশন ইনস্টল হয় না ! কেন হয় না ?
৫.এন্ড্রয়েড স্টোর ছাড়াও কি আরও অন্য কোন থার্ড পার্ট স্টোর থেকে বিনামূল্যের এপ ডাউনলোড করা যাবে নাকি পয়সা দিতে হবে ?
৬.আইফোনের যেমন সিরি আছে, তেমনি আছে স্যামসাং এরও আছে, যা কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন এপলিকেশন তা কি অন্যান্য সব এন্ড্রয়িড মোবাইলেই আছে নাকি শুধুমাত্র স্যামসাং এ ?
৭.এন্ড্রয়িডের মাইনাস পয়েন্টগুলি কি কি ?
৮.এন্ড্রয়িডের প্লাস পয়েন্টগুলি কি কি ?
৯. -ডিভাস ভেদে কি আনরুট পদ্ধতির হের ফের হয় ?
-আনরুট করার পদ্ধতি কি ?
-আনরুট করলে কি পুরনো ভার্সনে(কেনার সময় যে ভার্সন বিল্ট ইন ছিল) ফেরত যাবে নাকি পিওর আপডেটেড ভার্সনে(এন্ড্রয়িড সঠিক নিয়মে ও এস আপডেট) ফিরত যাবে ?
১০.ফ্ল্যাশ বা জাভা সুন্দরভাবে সাপোর্ট করে নাকি ?
১১. Batman Arkham City Guide গেইমটির ক্র্যাক ডাউনলোড করা যায় আইফোনে যা একটি পেইড গেইম হিসেবে পরিচিত এবং তা এন্ড্রয়িড মার্কেটেও পেইড গেইম । এখন এন্ড্রয়িড এ ক্র্যাক জাতীয় কিছু আছে ? অথবা এই পেইড গেইমটি এন্ড্রয়িড এ কিভাবে ডাউনলোড ও ইনস্টল করা যাবে ? (যা সব পেইড এন্ড্রয়িড গেইম এর জন্য প্রযোজ্য হবে)
আইফোন:
১.-আইফোন ফোর জি এস মোবাইলটি কি জেইলব্রেক করা যায় কিনা ?
-করলে কিভাবে?
২.-Apple Store ছাড়াই যেকোন এপ্লিকেশন Cydia -এর সাহায্যে ইন্সটল করা যায় , তো কথা হল সাইদিয়া করলে কি প্রায় সব এপ ফ্রি পাওয়া যায় ?
-সাইদিয়ার সুবিধা বা মাজেজটাকি ?
৩.এন্ড্রয়িড রুটিং আর এপলওএস জেইল ব্রেক এর সুবিধা একই?
মানে স্টিস্টেম এর পূর্ণ ব্যবহার ।
৪. http://tiny.cc/c0ypd এবং এই লিংকে Click This Link Installous” একটি এ্যাপ্লিকেশন ষ্টোর যা দিয়ে ফ্রি ভাবে ক্র্যাক করা সফটওয়্যার ইনস্টল পদ্ধতি বলা হয়েছে ।
-এখানে ক্র্যাক করা বুঝাতে যা বুঝলাম তাতে কি এপল এর প্রায় সব এপলিক্যাশনই বিনামূল্যে পাওয়া যাবে ? (জনপ্রিয় পেইড এপস/গেইমগুলি)
- http://apptrackr.org/ এই সাইটের সব ক্র্যাক করাই কি ফ্রি নাকি কিছু এপল ক্র্যাক এপস তাদের থেকে কিনতে হয় ?
-এটার বিপরীতে এন্ড্রিয়ড এর ফ্রি এর কি অবস্থা ? মানে দুটি একসাথে করলে ফ্রি এপস এর দিক দিয়ে কে জয়ী হবে? (ক্র্যাক ভার্সেস এন্ড্রয়িড স্বীকৃত ফ্রি)
৫.এ্যাপল এর মাইনাস দিকগুলি কি কি ?
৬.এ্যাপল এর প্লাস দিকগুলি কিকি ?
৭. ফ্ল্যাশ বা জাভা সুন্দরভাবে সাপোর্ট করে নাকি ?
--------------------------------------------------
তবে যেসব ব্যাপারে অনেকটা একমত হতে পেরেছি, -দামের দিক দিয়ে এন্ড্রয়িড অনেক সস্তা, যেখানে এপল অনেক খায় ।
-এ্যাপল খুবই কুল লুকিং কিন্তু এন্ড্রয়িড কম যায় না, যা গ্যালাক্সি বা মটোরলা দেখে বুঝা যায় ।
-নোকিয়ার কোন বেল নাই এদের দুইজনের কাছে ।
-শক্ত সামর্থ ফোন এপল হলেও মটোরলা স্ট্রং কাভার করে, তুলনায় স্যামসাং তেমন শক্তিশালী নয় তবে হালকা ওজনে ।
-এপলেরও যে পেইড এপস ফ্রি হিসেবে করা যায় তা অনেকেই জানে না । তবে এর সীমাবদ্ধ কতটুকু সেটা জানি না ।
........
এন্ড্রয়িড এর সেরা ফোন স্যামসাং এস টু এর এ্যামোলেড সুপার ডিসপ্লে বনাম এপলের রেটিনা ডিসপ্লে , দেখে কি মন হয় ? সেরা কোনটা ?
ইনডোর
আউটডোর
এটা দেখে হয়ত গ্যালাক্সির প্রতিঝুকতে পারেন,
গেলাক্সি নেক্সাস ও ৪.০ আইসক্রীম ও এস
ভয়েস রিকগ: হিসেবে সিরি বনাম এন্ড্রু ভয়েস রিকগ: (জার্মান ভাষায়, অনুবাদের জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করুন) এই বর্ণনাতে এ্যাপলের সিরি এগিয়ে আছে ।
Click This Link
সিরি বনাম স্যামসাং ভয়েস রিকগ:
iOS und Android নিয়ে জেইল ব্রেক বা রুটিং নিয়ে একটু বিস্তারিত (জার্মান ভাষায়, অনুবাদের জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করুন)
Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৪৫