১৪ই-মে ২০০৯ আজ থেকে নাম entry করার সময় শুরু হয়েছে এবং যোগদানের শেষ তারিখ ২৪ই-মে ২০০৯ ।
যোগদানের শর্তাবলী:
>অবশ্যই ইমেইল এড্রেস থাকতে হবে
>www.chess.com -এ নিজেকে নিবন্ধিত করতে হবে
পরবর্তীতে আমরা জনপ্রিয়তার ভিত্তিতে চেসডটকম এ নিজস্ব গ্রুপ এর সূচনা করা হবে
>যদি কেউ অন্য কোন ওয়েব সাইটে blitz type(সরাসরি লাইভ বা ধীরগতি ব্যতীত) খেলতে চায় তাহলে আগে থেকে অবহিত করতে হবে
>এই পোষ্টে নিজের মন্তব্যের মাধ্যেমে নিজের নাম entry করতে হবে, মন্তব্যে বলতে হবে , আমি আগ্রহী না হলে মন্তব্য পড়ে বুঝা যাবে না ।
>কোন প্রকার অশুভ আচরণ কাম্য নয়, প্রয়োজন হলে যথাযথ পদক্ষেপে অবাঞ্ছিত ঘোষনা করা হবে
খেলার নিয়ম-কানুন:
>যেহেতু ব্লগ ভিত্তিক খেলা সেহেতু আমরা খেলার গতির প্রতি চাল আমরা ২ দিন ধার্য্য করা হবে অথার্ত Time per move: ২ day
তবে যদি উভয় খেলোয়াড় কোন নির্দিষ্ট দিনে অনলাইনে লাইভ খেলার মাধ্যমে খেলার পরিসমাপ্তি ঘটানে চান তাও পারে
>নির্দিষ্ট দিনের মধ্যে (২দিন) যদি খেলোয়াড় চাল দিতে সক্ষম না হয় তাহলে প্রতিপক্ষ খেলোয়াড়কে http://www.chess.com এর নিয়ম অনুযায়ী বিজয়ী ঘোষনা করা হবে (শুধু এই টুর্নামেন্ট এর উপর প্রযোজ্য)
>যদি খেলা শুরুর দিন থেকে মোট ১০ দিন পর্যন্ত খেলা শেষ করার সময়সীমা নির্ধারিত হয়েছে না হলে উপরোক্ত নিয়ম অনুসরণ করা হবে (শুধু এই টুর্নামেন্ট এর উপর প্রযোজ্য)
>www.chess.com এর উপর ভিত্তি করে খেলার বাকি নিয়মগুলো চালু থাকবে
>জয় হলে স্কোর পয়েন্ট ১ আর যদি পরাজিত হয় তাহলে যথাযথ নিয়মে ০ এবং যদি অমিমাংসিত হত তাহলে ১/২ বা ০.৫ পয়েন্ট
>ধরা যাক কখগ ১২০০ রেটিং পয়েন্ট নিয়ে http://www.chess.com এ যাত্রা শুরু করেছে এবং এই আয়োজনের খেলায় অংশগ্রহন করেছে ১৫০০ রেটিং পয়েন্ট এর মালিক গঘঙ এর সাথে, তাদের খেলায় কখগ জয়ী হয়েছে এবং তার রেটিং ১৩০০ হল এবং গঘঙ এর রেটিং নেমে দাড়াল ১৪০০ ।
সুতরাং এইখান থেকে সামু নকআউট টুর্নামেন্টে নেওয়া হবে কখগ এর জন্য +১০০ এবং গঘঙ এর জন্য নেওয়া হবে -১০০, ঠিক এইভাবে সামুর টুর্নামেন্ট গুলোর রেটিং উঠা নামা করবে
>সামুতে দাবাকে জনপ্রিয় করার লক্ষ্যে প্রাথমিকভাবে Single-elimination পদ্ধতিতে অথার্ত নক আউট পদ্ধতিতে খেলা হবে পরবর্তীতে Double-elimination না হয় robin পদ্ধতিতে খেলা হতে পারে (তা নিভর্র করছে খেলোয়াড় এর সংখ্যা এর উপর
>২৫ তারিখের পর খেলোয়াড় এর উপর ভিত্তি করে দাবা খেলার সূচি পত্র প্রকাশ করা হবে
বিবিধ:
> বিশেষ ধন্যবাদ যুথি বিবি, সাদী সাহেব, ঋফায সাহেব এবং
বিশেষভাবে ত্রিভুজকে
> সামু দাবা Fight এ অংশগ্রহনকারীদের http://www.chess.com এর আইডি সংগ্রহ (Click This Link)
> বিজয়ীকে আর্কষণীয় ভার্চুয়াল পুরষ্কার (পরবর্তীতে সামু দাবা জনপ্রিয়তার উপর নির্ভর করে বাস্তব পুরুষ্কার এর ব্যবস্থা করা যেতে পারে)
> সামু দাবা নকআউট টুর্নামেন্ট এর পরবর্তী পোষ্টে খেলার বিবরনী থাকবে চাইলে ব্যক্তিগতভাবেও খেলার বিবরনী পোষ্টে দিতে পারেন । সেই ক্ষেত্রে লিংক দিয়ে দেওয়া হবে
> সব খেলার পর্যবেক্ষনে আমি Host হিসেবে করব এবং ধারাবাহিক বিবরনী প্রকাশ করব(চাইলে ব্যক্তিগতভাবেও যে কেউ এই খেলার বিবরনী পেশ করতে পারেন, সেই ক্ষেত্রে ঐ খেলার বিবরনী পোষ্ট একাধিকবার করব না, বিবরণকারীর লিংক দিয়ে দিব । যেহেতু আমি নিজেই Host তাই আমি খেলায় অংশগ্রহন করব না (তাছাড়া আজকাল মন ভাল নাই (অফটপিক))
তাহলে ঝাপিয়ে পড়ুন, নিজেকে প্রমাণ করতে
কাপিয়েঁ তুলুন ঘোড়ার দৃপ্ত পদক্ষেপে
প্রতিপক্ষের দূর্গ হবে বিজয়ের হাসি
ক্রস বাড়ের শট দিবে হাতি
উড়ে যাবে সৈন্য সামন্ত
রইল এই খেলার নেমন্তন্ন
আসুন আসুন যোগ দিন
এ যে ঈসা খাঁর রাজত্বের দিন
বাংলার হাতি ঘোড়া উঠেছে আজ
কাপঁবে এবার সামু দরবার
DARE TO CHALLENGE U !
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৯ বিকাল ৫:৫১