১. একবার একটি বাসে ডাকাত পড়লো। ডাকাত সর্দার সবার কাছ থেকে দামী দামী জিনিস ছিনিয়ে নিতে লাগল। হঠাৎ ডাকাত সর্দার বললো এখানে বরিশালের কে আছিস? বাসে বরিশালের এক ব্যাক্তি ছিলেন। তিনি মনে করলেন ডাকাত সর্দার এর বাড়ি বোধ হয় বরিশালে। এখন যদি সে তার পরিচয় দেয় তবে ডাকাত সর্দার তার কাছ থেকে কিছুই নিবে না। এই মনে করে সে বলল বস আমার বাড়ি বরিশালে।ডাকাত সর্দার বলল কে আছিস ওকে ধরে নিয়ে আয়। ডাকাতরা ওই ব্যাক্তিকে ধরে আনলো। ডাকাত সর্দার ওর প্যান্ট খুলে দুইটা বাল কেটে ফেল। ডাকাতরা বলল সর্দার কেন? ডাকাত সর্দার বলল বরিশালের মানুষ খুবই চাপাবাজ। এই যে আমরা গাড়িতে ডাকাতি করলাম জিনিস্পত্ত্র লুট করলাম অথচ সে সবাইকে বলবে জানিস গাড়িতে ডাকাত পড়েছিল, সবার জিনিস কেড়ে নিয়েছে কিন্তু আমার দুইটা বাল ও ফেলাতে পারেনি। এই জন্যই ওর দুটা বাল আগেই ফেলে দিলাম।
২. বাবা একটা Lie detectorরোবট কিনলো যেটা কেউ মিথ্যা বললে থাপ্পড় মারে। রাতে ডিনারের টেবিলে বাবা ছেলেকে জিজ্ঞেস করলো," তুমি সারাদিন কই ছিলে?" ছেলে,"স্কুলে" রোবট ছেলেকে থাপ্পড় দিলো ছেলে,"সিনেমা দেখতে" বাবা,"কি সিনেমা" ছেলে,"toy story" রোবট ছেলেকে আবার থাপ্পড় দিলো ছেলে,"শিলা কি জওয়ানি" বাবা,"ছিঃ!তোমার বয়সে আমি এসব দেখতাম ই না" এবার রোবট বাবাকে থাপ্পড় দিলো মা,"দেখ দেখ।তোমারই তো ছেলে" রোবট মাকে থাপ্পড় দিলো ।