সামহোয়ার ইন ব্লগ। কত জনের কত স্বপ্নকে গলা টিপে হত্যা করলো তখাকথিত নতুন সিষ্টেমের নামে। তারপরও মেনে নিয়েছি। তা ছাড়া আর উপায় কি ।
তবে সমস্যার যেনো শেষ নাই। খুব স্লো লিখতে হচ্ছে। অথচ অনেক গুলো পোস্ট দিবো বলে ঠিক করেছিলাম।
ওদিকে শহরটা এখন গুজবে ভরে গেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে। উনি নাকি দেশ ত্যাগ করছেন। কিন্তু কেন। কেন উনাকে বিদেশে পাঠাতে হবে তা জানিনা। 11 জানুয়ারীর পরিবর্তনের পর দেশের অধিকাংশ মানুষের মতো আমিও স্বপ্ন দেখেছিলাম।
আমরা বাঙ্গালীরা বারবার স্বপ্ন ভঙ্গের বেদনায় কষ্ট পেয়েছি। আসুন সবাই প্রার্থনা করি এবার যেনো অন্তত আমাদের এই প্রিয় স্বদেশ যেন সঠিক পথেই চলতে থাকে। আবার নতুন করে যেন আমরা লাইনচ্যুত ট্রেনে পরিনত না হই। আমরা যেন বিনির্মান করতে পারি একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ।