এএফসি অনূর্ধ্ব-১৬এর মেয়েদের ফুটবলে বাছাইপর্বে শেষে চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশে অনুষ্ঠিত ৫ ম্যাচে প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। বাছাইপর্বে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশের টাইগ্রেসরা। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেছেন, মেয়েরা ১০ গোল দেয় আর ছেলেরা ৫ গোল খেয়ে আসে!
অথচ দেশের সম্মান উজ্জল করা কলসিন্দুরের সেই মেয়েরা আজ বাড়িতে ফিরেছে লোকাল বাসে। এটা জাতির জন্য চরম লজ্বার বিষয়। কোথায় বাংলাদেশ ফুটবল ফেডারেশান? বাংলাদেশ ফুটবল ফেডারেশানের কর্মকর্তারা কীসে চড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যায় শুনি?
লোকাল বাসে আমাদের গর্ব এই মেয়েগুলোকে ইভটিজিংয়ের পাশাপাশি অনেক খারাপ মন্তব্যও শুনতে হয়েছে। বুধবার বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে উঠে এসেছে বাফুফের অব্যবস্থাপনা আর মেয়েদের হয়রানীর শিকার হওয়ার এমন করুণ চিত্র।
বাফুফে'র এই চরম অব্যবস্থাপনার দৃষ্টান্তমূলক বিচার চাই। এ কোন আজব দেশরে ভাই!!!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯