সত্যিই ঈশ্বর নেমে এসেছে আজ
সমকামী নেত্রদ্বয় উদ্বেলিত হয়ে ওঠে সক্রিয় ভিসুভিয়াসের ন্যায়
যেন সহস্রাব্দের নিষ্ঠুরতা ভেঙ্গে
উথিত শিশ্নচূড়ে জমে ওঠে একফোটা শিশির কণা
রেশমী কেশের আড়ালে লুকিয়ে থাকে কামবাসনা
বিভৎস কবিতাগুলো শুধু ক্ষত বিক্ষত হতে থাকে
ঐশ্বর্য নগরীতে চলে সমলিঙ্গ মৈথুনের স্বপ্নের ভাঙা-গড়া
জলন্ত আত্মার বাষ্পীভূত বিভৎস স্বপ্ন
প্রগৈতহাসিক ঝড় হয়ে হানা দেয় কীবোর্ডে
যৌবন বেদনায় অস্থির বাক্যরূপে
মেঘ হয়ে ভাসে অন্তর্জালে
মায়াবী স্বপ্নঝড় ধরা দেয় নবরূপে
একের পর এক
গভীর রাত্তিরে যখন নিদ্রাচ্ছন্ন সব
হাজারে হাজারে মহাজাগতিক বার্তারূপে
এক আকাশ আতংক নিয়ে এই ঝড় নাম নেয় ঈশ্বরের শিলা
সত্যিই ঈশ্বর নেমে এসেছে আজ চিত্রকল্পে
শুধু শিশ্নচূড়ের শিশির ঝড়াতে........................