হরতালের আগের দিন শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর ছয়টি স্থানে ছয়টি বাস-মাইক্রোবাসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম বদর আলী (৪০)। তিনি একজন বাসচালক।
দুপুর ২টার দিকে খিলগাঁও, আজিমপুর, গুলিস্তান ও উত্তরার আব্দুল্লাহপুরে চারটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে ফকিরাপুলে আগুন দেওয়া হয় সরকারি জনপ্রশাসনের এক মাইক্রোবাসে।
এর আগে দুপুরে খিলগাঁওয়ে ঈগল পরিবহনের বাসে দেওয়া আগুনে বাসটির চালক বদর আলী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান এবং হেলপার মোতালেব আহত হন। ঈগলের বাসটি (যশোর-ব-১১-০০১৯) ঢাকা-খুলনা রুটের।
খিদমা হাসপাতালের সামনে ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। এ গাড়ির ভেতর থেকেই উদ্ধার করা হয় গাড়িচালক বদরের মৃতদেহ।
তার বাবার নাম মৃত হাসান আলী বেগ। বাড়ি খুলনার ফুলতলার দামুডর পূর্বপাড়ায়।
আহত মোতালেব জানান, ‘কয়েকজন তরুণ ঢুকে পড়ে বাসে আগুন ধরিয়ে দেয়।’
ডিএমপির মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন জানান, বাসটি রাতে খুলনা থেকে ঢাকা এসেছে। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। চালক ও হেলপার বাসের মধ্যে ঘুমাচ্ছিলেন। দুষ্কৃতিকারীরা বাসটিতে আগুন লাগায়। এতে হেলপার বের হয়ে এলেও চালক বের হতে পারেননি।
তিনি জানান, সেখানে পুলিশের দু’টি টিম কাজ করছে। হরতাল সমর্থকরাই এ কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, রাজধানীর আজিমপুরে ইডেন কলেজের সামনে পোড়ানো হয় আরেকটি যাত্রীবাহী বাস।
বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল সামনে রেখে রাজধানীতে এ সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, কোনো কারণ ছাড়াই কয়েকজন সন্ত্রাসী ইডেন কলেজের সামনে বিহঙ্গ সার্ভিসের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
বাসটির চালক জানান, নিউমার্কেটের সামনে থেকে তিন চারজন যুবক বাসে উঠে যাত্রীদের উপস্থিতিতেই পেট্রোল ঢেলে দেয়। দ্রুত যাত্রীরা নেমে পড়লে ইডেন কলেজের কাছাকাছি এসে তারা এতে আগুন ধরিয়ে দেয়।
গুলিস্তানেও ৪/৫ জন যুবক একটি বাসে উঠে পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। একইভাবে আব্দুল্লাহপুরেও একটি বাসে আগুন দেওয়া হয়। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকেল সাড়ে চারটার দিকে ফকিরাপুল ইস্টার্ণভিউ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে সরকারি জনপ্রশাসনের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রশিদুর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েকজন যুবক হঠাৎ এসে মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মাইক্রোবাসটির সিটের কিছুঅংশ পুড়ে যায়।
গাড়িতে এখন পল্টন থানায় রাখা হয়েছে।
অন্যদিকে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকার বাহাদুর শাহ পার্কের গেটের কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। জমজম পরিবহনের ওই বাসটি সদরঘাট-নারায়গঞ্জ-পঞ্চবটি রুটে চলাচল করে।
সুত্রাপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ জানান, বাহাদুর শাহ পার্কের কাছে জমজম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা চিৎকার করলে প্রথমে স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠেছিল বলে ধারনা করছে পুলিশ।