বাংলা কমিউনিটি ব্লগ নিয়ে কিছু কাজ করছি।
করতে গিয়ে দেখছি কিছু লোক নিজেদের পরিচয় নির্ধারণ করে নিয়েছে জামাত-শিবির বিরোধী হিসেবে। তাদের পোস্ট ও ব্যক্তিগত তথ্য থেকে জানলাম তারাও এক সময় জামাত-শিবিরের সাথে জড়িত ছিলেন।
এর মধ্যে দুটো লোকের নাম বলতে পারি। অমি রহমান পিয়াল ও সবাক। এখন হাওয়া বুঝে তারা জামাত-শিবির বিরোধী হয়ে পড়েছেন! মানে নিজেদের প্রগতিশীল, মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি প্রমাণ করে সমাজে জায়গা করে নেয়া। এটাকে সুবিধাবাদিতা ছাড়া আর কি?
আর আসিফ মহিউদ্দনের কর্মকান্ড দেখে মনে হলো সে যে কোন ভাবে নিজেকে জাহির করতে চায়। এ জন্য হতভাগা ডানপন্থীদের গালিগালাজ করা তার কাজ। কিন্তু অরণ্যে রোদন ছাড়া সে আর কি করতে পারছে? সে যাদের সাথে গেছে তাদের সেবা করা ছাড়া তাদের নেতৃত্ব কি দিতে পারবে? আমার ধারনা না। কারণ ওখানে রেসিডেন্ট ভাড়ের পদ খালি, নেতার নয়।....
বিস্তারিত গরু খোঁজা চলছে...