বাংলা ট্রিবিউন এর মত এসময়ের দায়িত্বশীল একটা নিউজ হাব থেকে এরকম কাণ্ড জ্ঞানহীন খবর প্রকাশ মোটেও সন্তোষজনক নয়। আপনারা একটা ভাল পত্রিকা আপনাদের কাছ থেকে ভাল খবর আশা করি। এধরনের অবান্তর দায়িত্ব জ্ঞানহীন খবর আশা করি না। এটা কোন খবরের আওতায় পরে বলে আমার মনে হয় না। সেই সাথে এই খবরের মাধ্যমে আপনারা নিশ্চিত কিছু অশনিসংকেত ডেকে আনছেন অসহায় ব্লগারদের জন্য।
কি দরকার ছিল ‘যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইলেন বাংলাদেশি ব্লগার রবি’ এরকম একটা নিউজ করার? এই নিয়ে যে এখন কত আশঙ্কা –শঙ্কা বিরাজ করছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং ব্লগারদের প্রতি আপনাদের নিশ্চয়ই আজানা নয়। এই রকম একটা খবর কি টাইম লাইন এ বা স্পট লাইট এ আনা খুব বেশি প্রয়োজন ছিল?
এই নিয়ে অনেক মানুষ একে অপরের প্রতি ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে তারপর শুরু হবে কাদা ছোড়াছুড়ি। কে আসল ব্লগার আর কে নকল ব্লগার এই নিয়ে চলবে বিতর্ক। আর এই সুযোগে আমেরিকা / ইউরোপে এর দেশ গুলো অসহায় ব্লগার দের বাঁচার যে আশাটুকু ছিল সেটাও কেড়ে নেবে। এধরনের একটা দায়িত্বশীল নিউজ এর খবর গুলো তাদের চোখ এড়িয়ে যাবে না। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে তাদেরকে আপনারাই নেতিবাচক সিদ্ধান্ত নিতে ব্যাপারটাকে সহজ করে দিচ্ছেন।
এসকল ব্যাপারে আমেরিকা এবং ইউরোপের দেশ গুলো অনেক বেশি সজাগ দৃষ্টি রাখেন। কারন প্রতি বছর বছর এরা বাংলাদেশের মত দেশগুলোর কান্ট্রি রিপোর্ট বের করে। সেখানে এরকম তর্ক বিতর্ক থাকলে তারা আভ্যন্তরীণ কোন্দল বলে ব্যাপার গুলো এড়িয়ে যায় আর তখন দেশের সরকার যে রিপোর্ট দেয়/ গণমাধ্যম যে খবর প্রকাশ করে, সেগুলোকেই গ্রহন করেন। আর এই জন্য আমাদের দেশের ভয়াবহ অনেক ব্যাপার গুলো ইন্টারন্যাশনাল প্লাটফর্ম থেকে হারিয়ে যায় / নিউজ ফিড এ আসে না।
শুধু শুধু নিজের পায়ে নিজে আমরা কেন কুড়াল মারি ?/ নিজের কবর আমরা নিজেরা কেন খুঁড়ি? আসলেই যারা অসহায় মানুষ এবং এই লেখালেখির জন্য তাদের গলাটা চাপাতির নিচে নিশ্চিত ভাবে রয়েছে তাদের বাঁচার অধিকার আমরা এইভাবে কেড়ে নিতে পারি না। এই অসহায় মানুষ গুলোর মানুষ হিসেবে বাঁচার অধিকার এখন সময়ের দাবি।
যারা সমালোচনা করছেন বা আলোচনা করছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ, দয়া করে আপনারা না জেনে/ না বুঝে, যাচাই- বাছাই না করে এমন কিছু বলে বসবেন না যার জন্য আমাদের ভুলের ভয়াবহ মাশুল দিতে হয়। এ সকল বিষয় নিয়ে আপনি বা আমি বিচার করার কেউ না। বিচারের জন্য যারা আছেন তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিন। কেন বলছি এই কথা? কারন আপনার বা আমার একটা অ্যাকশান/ রিঅ্যাকশান/ লেখা/ মন্তব্যে কোন অসহায় মানুষের ভয়াবহ সর্বনাশ বা জীবন শেষ হতে পারে। শুধু শুধু কেনইবা আমি/ আপনি একজন নিরপরাধ ব্যাক্তির মৃত্যুর কারন হব?
দয়া করে একটু ভেবে দেখবেন এবং দায়িত্বশীল হবেন এই আশাই করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ রাত ২:২০