সকালের খবর - সরকারের কাছে টাকা নেই, থাকার কথাওনা। যে হারে পাবলিকের টাকার শ্রাদ্ধ করে পর্দা, বালিশ, বই কেনা হচ্ছে, ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজারে ঠেকেছে, আরো বাড়ার সম্ভাবনা আছে। আবার চালু হয়েছে মেট্রোরেল, পাতাল সড়ক। এগুলোর ব্যয় বাড়বে, ৩ দফা ৫ দফা বা তারও বেশি, সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন করবে, কিন্তু সেটা সামর্থ্য অনুযায়ী। ঋণ নিয়ে উন্নয়ন করলে সেটা জনগনকেই পরিশোধ করতে হবে। খড়ার গা'য়ের মত চাপিয়ে দেওয়া হবে, মহাসড়কে টোল বসিয়ে, কলরেট, গ্যাসে, বিদ্যুতের দাম বাড়িয়ে।
দুপুরের খবর- জিডিপিতে সিঙ্গাপুর -হংকংকে ছাড়িয়েছে বাংলাদেশ।
জিডিপির প্রবৃদ্ধি সরাসরি দেশের উন্নয়ন নির্দেশ না করলেও উন্নয়নের অন্যতম নির্দেশক। আমাদের জিডিপির চাইতে বেশি দরকার নাগরিক নিরাপত্তা, সুবিধা।
সিঙ্গাপুর আর হংকং-এর মতো যদি টাইম মতো বাস, ট্রেন, প্লেন ছাড়তো, সবাই ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা পেতো, পুলিশকে ঘুষ দিতে না হতো, এত মানুষ দরিদ্রতার নিচে বাস না করতো, তাইলে আমি জিডিপি দেয়ালে পোস্টার বানিয়ে রাখতাম।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯